শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সেমিতে ওঠার লড়াইয়ে বার্সা-বিলবাও মুখোমুখি

ক্রীড়া ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২৪, ০০:০০
সেমিতে ওঠার লড়াইয়ে বার্সা-বিলবাও মুখোমুখি

পারফরম্যান্সে ছন্দের অভাব থাকলেও প্রত্যাশিতভাবেই কোপা দেল রেতে এগিয়ে চলেছে বার্সেলোনা। তবে প্রথম দুই ম্যাচে তুলনামূলক সহজ দলের বিপক্ষে খেলার পর এবার কঠিন প্রতিপক্ষ পেয়েছে কাতালান ক্লাবটি। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তারা খেলবে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। স্পেনের ফুটবলের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতার শেষ ষোলোর পর্বের খেলা শেষ হয়েছে বৃহস্পতিবার। পরদিন অর্থাৎ শুক্রবার ড্রয়ে কোয়ার্টার-ফাইনালের লড়াই নির্ধারিত হয়েছে।

চলতি মৌসুমে শুরু থেকেই অধারাবাহিকতায় ভুগছে বার্সেলোনা। কোপা দেল রেতে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে জয় পেলেও তাদের ঘাটতি স্পষ্টই ফুটে উঠেছে। শেষ বত্রিশের লড়াইয়ে চতুর্থ স্তরের ক্লাব বার্বাস্ত্রোর বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়েও চাপ ধরে রাখতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত লড়াই করে ৩-২ গোলে জেতে জাভি হার্নান্দেজের দল। আর শেষ ষোলোয় তৃতীয় স্তরের দল ইউনিয়নিস্তাসের বিপক্ষে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ৩-১ ব্যবধানে জেতে তারা। আর বিলবাও শেষ ষোলোয় আলাভেসকে ২-০ গোলে হারিয়েছে।

বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনার শেষ চারে ওঠার লড়াইটা তাই তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই ধারণা। লা লিগার পয়েন্ট টেবিলেও দল দুটি আছে পাশাপাশি; ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বিলবাও, সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে বার্সেলোনা। জাভির দল অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে তুমুল উত্তেজনাপূর্ণ ১২০ মিনিটের লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে ৪-২ গোলে হারানো অ্যাটলেটিকো মাদ্রিদ পরের রাউন্ডে খেলবে সেভিয়ার বিপক্ষে। চলতি মৌসুমে একের পর এক বিস্ময়ের জন্ম দিয়ে লা লিগায় শীর্ষে উঠে বসা জিরোনা খেলবে মায়োর্কার বিপক্ষে। শেষ আটের অন্য ম্যাচে লড়বে সেল্টা ভিগো ও রিয়াল সোসিয়েদাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে