শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বিসিবির সঙ্গে হেরাথের সম্পর্ক শেষ

ক্রীড়া ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বিসিবির সঙ্গে হেরাথের সম্পর্ক শেষ

গত বছরের ডিসেম্বরে রঙ্গনা হেরাথের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি শেষ হয়েছিল বিসিবির। নতুন করে চুক্তির বিষয়ে দুই পক্ষই এতদিন আলোচনা চালিয়েছে। তবে সেই আলাপ বাস্তব পরিণতি পেল না। কেননা বিসিবির সঙ্গে আর নতুন করে চুক্তি নবায়ন করছেন না টাইগারদের সাবেক এই স্পিন কোচ।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, 'হেরাথ ইজ নো মোর উইথ আস। হেরাথকে আমরা যেটা দিয়েছিলাম সেটা সে গ্রহণ করে নাই। হেরাথের চ্যাপ্টারটা ক্লোজ। আমরা স্পিন বোলিং কোচের জন্য বিজ্ঞাপনটা পরে করেছি। সেই সময় স্পিন বোলিং কোচের বিজ্ঞাপন দেইনি। আগে বিজ্ঞাপন দেওয়া হয়নি, কারণ হেরাথের সঙ্গে তখন একটা কথাবার্তা চলছিল।'

মূলত বিসিবি যে প্রস্তাব দিয়েছে, সেটা লংকান স্পিনারের মনে ধরেনি। জালাল বলেন, 'আমাদের যে প্রোপোজাল ছিল সেটা তার মনঃপূত না হওয়ায়, তার সঙ্গে আমাদের আর চুক্তি নেই।'

এদিকে, চলতি মাসেই ঢাকায় আসছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আর বাকি বিভাগের কোচ নিয়োগের কার্যক্রম এগিয়ে নিতে ব্যস্ত বিসিবি। এ নিয়ে জালাল জানান, 'হেড কোচ ২০ তারিখ চলে আসবে। বাকি কিছু বিজ্ঞাপন করার কথা ২ দিন আগেও বলেছিলাম, এটা আমরা প্রসেসে আছি। আজকে আমরা বসেছিলাম শর্টলিস্ট করতে। আমাদের একটা কমিটি আছে, তাদের নিয়ে মিটিং করেছি। যেখানে আরও কয়েকজনের শর্টলিস্ট করা হয়েছে। ৬ ফেব্রম্নয়ারি তাদের ভার্চুয়াল ইন্টারভিউ করব আমরা।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে