শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

'পরিস্থিতি যেমনই হোক, জাভিকে ছাঁটাই করা হবে না'

ক্রীড়া ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
'পরিস্থিতি যেমনই হোক, জাভিকে ছাঁটাই করা হবে না'

মাঠে সময়টা এমনিতেই ভালো কাটছে না বার্সেলোনার। তারওপর কোচ জাভি হার্নান্দেজের মৌসুম শেষে সরে দাঁড়ানোর ঘোষণায় আরও এলোমেলো হওয়ার দশা। তবে সামনে দল যেমনই করুক না কেন, জাভিকে ছাঁটাই করা হবে না বলে জানিয়ে দিলেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা।

লা লিগায় গত শনিবার ঘরের মাঠে ভিয়ারেয়ালের বিপক্ষে ৫-৩ গোলে হারের পর সবাইকে হতবাক করে দিয়ে জাভি বলেন, চলতি মৌসুম শেষে দায়িত্ব ছাড়বেন তিনি। কোচের প্রতি ক্লাবের পক্ষ থেকে সবসময় প্রবল চাপ তৈরি করার বিষয়টির সমালোচনাও করেন দলটির সাবেক এই মিডফিল্ডার।

ওই হারের পর লিগ টেবিলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে পড়ে বার্সেলোনা। মাঝে ওসাসুনার বিপক্ষে জিতলেও ওই ব্যবধান কমেনি। কাতালান ভাষার রেডিও চ্যানেল আরএসি ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তা বললেন, জাভিকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা তারা করবেন।

'আমার মনে হয়েছিল, (ভিয়ারেয়ালের বিপক্ষে ওভাবে) হারের কারণেই জাভি হঠাৎ ওই সিদ্ধান্ত নিয়েছিল। তবে পরে তার ভাবনাটা আমি শুনেছি এবং বুঝতে পেরেছি যে, সে এ বিষয়ে অনেক ভেবেছে।'

'অনেক কিছু ভেবেই সে কথাটা বলেছে। সে বলেছে, চলতি মৌসুম শেষে সরে দাঁড়াবে এবং চুক্তির বাকি একটা বছর ছেড়ে দেবে। আমি অবশ্য বলে দিয়েছি, তাকে ধরে রাখতে যদি আমাদের লড়াই করতে হয়, তো করব।'

গত মাসে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে যায় বার্সেলোনা। পরে কোপা দেল রে থেকেও ছিটকে গেছে তারা। ফলে এই মৌসুমে তাদের শিরোপা সম্ভাবনা টিকে আছে কেবল লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে। বাস্তবিক অর্থে এই দুই লড়াই খুব কঠিন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় তারা খেলবে নাপোলির বিপক্ষে। তবে আগামীর পথচলা যেমনই হোক না কেন, শিরোপা সম্ভাবনা অবশিষ্ট থাকুক বা না থাকুক, জাভিকে বরখাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন লাপোর্তা।

'মানুষটা জাভি বলেই আমি তার প্রস্তাব গ্রহণ করেছি। তাকে ছাঁটাই করার কথা কখনো ভাবিনি। আমি চাই, মৌসুমের শেষ পর্যন্ত সে থাকুক। যাই হোক না কেন, তাকে আমি বরখাস্ত করব না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে