শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক
  ১৪ মার্চ ২০২৪, ০০:০০

গত ৯ মার্চ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির উদ্যোগে ঢাকাস্থ মধুমতি মডেল টাউন 'লেক ভিউ পিকনিক স্পট অ্যান্ড রিসোর্ট' এ বার্ষিক বনভোজন এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার চেয়ারম্যান (গ্রেড-১) শেখ শোয়েবুল আলম এনডিসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক, সচিব বিএসএফআইসি, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্য নেতা, বিএসএফআইসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্য নেতা বিএসএফআইসি কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্য নেতারা। আরও উপস্থিত ছিলেন বিএসএফআইসি সদর দপ্তর ও শিপিং অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীসহ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে মোট ১০টি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিটি খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। মধ্যাহ্ন ভোজের পর বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জনির সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএসএফআইসি'র নিজস্ব শিল্পী ছাড়াও বর্তমান সময়ের জনপ্রিয় ও নন্দীত শিল্পী অন্তর রহমান, সুমি মির্জা, আরাফ এবং মীম রহমান সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. মাহমুদুল হাসান মিল্টন।র্ যাফেল ড্র পুরস্কার বিতরণ করার পর উপস্থিত সবার উদ্দেশ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন। এরপর সংগঠনের সভাপতি বিএসএফআইসি কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির সব পর্যায়ের নেতা, প্রধান অতিথিসহ উপস্থিত সবাইকে সার্বিক সহযোগিতা করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনার মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে