রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

৮৭ দিন পর বাফুফেতে সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক
  ১৪ মার্চ ২০২৪, ০০:০০

দীর্ঘ ৮৭ দিন পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনে পা রাখলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন স্বাধীন বাংলা ফুটবল দলের নামফলক উন্মোচনের পর বুধবার ফেডারেশনে আসেন তিনি।  ২০০৮ সালের এপ্রিল থেকে কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি। ১৫ বছরের বেশি সময়ের সভাপতিত্বকালে এতদিন বিরতি দিয়ে তিনি কখনো ফেডারেশনে আসেননি।

করোনার সময়েও স্বাস্থ্যবিধি মেনে ফেডারেশনে আসতেন। এবার নিজের স্বাস্থ্যের অবনতি হওয়ায় ফেডারেশনে আসায় ছেদ পড়েছিল প্রায় তিন মাস। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের হৃদযন্ত্রের সমস্যা এক দশক আগেই ধরা পড়েছিল। চিকিৎসকের নির্দেশনা চললেও গত বছর ১৬ ডিসেম্বর ফেডারেশন থেকে ফেরার পথে বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করে পরিবার। এনজিওগ্রামে কয়েকটি বস্নক ধরা পড়ায় বাইপাস সার্জারিও করা হয় সালাউদ্দিনের। সফল বাইপাস সার্জারি শেষে তিনি বাসায় একমাস নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। এরপর ১৩ ফেব্রম্নয়ারি জার্মানিতে মেয়ের কাছে গিয়েছিলেন। জার্মানি থেকে ২৮ দিন পর মঙ্গলার দেশের ফিরে ফেডারেশনে আসেন বুধবার। সভাপতির আগমন উপলক্ষে নির্বাহী কমিটির কয়েকজন কর্মকর্তাও এ দিন ফেডারেশনে আসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে