শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

তামিম-ঈমনের হাফসেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের সহজ জয়

ক্রীড়া ডেস্ক
  ২১ মার্চ ২০২৪, ০০:০০
তামিম-ঈমনের হাফসেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের সহজ জয়

ঢাকা প্রিমিয়ার লিগে আগের তিন ম্যাচে রান করতে পারেনি তামিম ইকবাল। প্রাইম ব্যাংকের হয়ে চতুর্থ ম্যাচে খেলার আগে ভীষণ চাপে থাকাটাই তার জন্য ছিল স্বাভাবিক। সেই চাপকে জয় করে অবশেষে উপহার দিয়েছেন ৬৭ রানের দারুণ একটি ইনিংস। হাফসেঞ্চুরি পেয়েছেন সঙ্গী পারভেজ হোসেন ঈমনও। দু'জনের ব্যাটে ভর করেই রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

৪ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে প্রাইম ব্যাংক। একই পয়েন্ট নিয়ে সবার ওপরে আবাহনী। বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে রূপগঞ্জকে ব্যাটিংয়ে পাঠায় প্রাইম ব্যাংক। তাদের বোলারদের তোপে পড়ে প্রথম বিভাগ থেকে উঠে আসা দলটি ৩১.১ ওভারে ১৩২ রানে অলআউট হয়েছে। দলটির ব্যাটার শামসুর রহমান শুভ ৪৬ রানে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেছেন।

প্রাইম ব্যাংকের নাজমুল অপু ২৪ রান খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া আশিকুরজামান, অলক কাপালি দুটি করে এবং শেখ মেহেদী ও হাসান মাহমুদ একটি করে উইকেট নিয়েছেন। ১৩৩ রানের জবাবে খেলতে নেমে প্রাইম ব্যাংকের ওপেনিং জুটি দারুণ সূচনা করে। দুই ওপেনার তামিম ইকবাল ও পারভেজ হোসেন ঈমন মিলে ১১৮ রানের জুটি গড়েন। পারভেজ ৭৫ বলে ৫০ রান করে আউট হলে ভাঙে এই জুটি। স্কোর বোর্ডে আরও ২ রান যোগ হতেই এবার বিদায় নেন ওপেনার তামিম। আগের তিন ম্যাচে ব্যর্থ হওয়া বাঁহাতি এই ব্যাটার এদিন ৬৭ রানের ইনিংস খেলেছেন। ৭৮ বলে ৬ চার ও ২ ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি। তার পর দুই উইকেট হারানো প্রাইম ব্যাংককে জয়ের বন্দরে পৌঁছে দেন বিশাল চৌধুরী (৬*) ও নাঈম ইসলাম (৮*)। প্রাইম ব্যাংক ২৯.২ ওভারে জয় নিশ্চিত করেছে। রূপগঞ্জের হয়ে আরিফুল জনি ও আব্দুলস্নাহ আল মামুন একটি করে উইকেট নিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে