মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

আরশাদ ও ইশরাতের হ্যাটট্রিকে ঊষার জয়

ক্রীড়া প্রতিবেদক
  ২৭ মার্চ ২০২৪, ০০:০০
আরশাদ ও ইশরাতের হ্যাটট্রিকে ঊষার জয়
প্রিমিয়ার হকি লিগে মঙ্গলবার দিলকুশার বিপক্ষে ঊষা ক্রীড়া চক্রের গোল উদযাপনের একটি মুহূর্ত -সংগৃহীত

প্রিমিয়ার ডিভিশন হকি লিগে অন্যতম শিরোপাপ্রত্যাশী ঊষা ক্রীড়া চক্র। বুধবার আরও একটি বড় জয় পেয়েছে পুরান ঢাকার দলটি। আরশাদ হোসেন এবং ভারতের ইশরাত ইকতিদারের হ্যাটট্রিকে ঊষা ১৬-৩ গোলে দিলকুশা স্পোর্টিংকে উড়িয়ে দিয়েছে। ইকতিদার হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন। এছাড়া জয়ী দলের মাহবুব হোসেন ও ভারতের অনিকেত গৌরব করেছেন জোড়া গোল। তাসিন আলী, মো. সাদ্দাম, তাহের আলী, হাসান যুবায়ের নিলয় এবং রাজু আহমেদ তপু একটি করে গোল করে দলকে বড় জয় এনে দিতে অবদান রাখেন।

বিপরীতে দিলকুশার সাগর, জাবার ও ভারতের রাকেশ একটি করে গোল পেলেও দলের হার ঠেকাতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে