বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

পেকুয়ায় আ.লীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ১৩ মে ২০২৫, ১৩:০৩
পেকুয়ায় আ.লীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
ছবি-যায়যায়দিন

কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা মনির উদ্দিন প্রকাশ মনুকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) ভোররাতে উপজেলার শিলখালী ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকাস্থ নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

1

তিনি ওই এলাকার মৃত কবির আহমদের ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের শিলখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, এসআই পল্লব ঘোষের নেতৃত্বে পুলিশ আভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ সময় পরিত্যক্ত একটি গোয়ালঘর থেকে একটি এল.জি ও দুই রাউন্ড গুলি (কার্তুজ) উদ্ধার করা হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে।

সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।

যাযাদি/আর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে