বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

চাইনিজ তাইপেকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  ২৩ জুন ২০২৪, ০০:০০
চাইনিজ তাইপেকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ
সিঙ্গাপুরে শনিবার অনূর্ধ্ব-২১ নারী এএইচএফ কাপে নিজেদের পঞ্চম ম্যাচে ইন্দোনেশিয়াকে বিশাল ব্যবধানে হারানোর পর বাংলাদেশের মেয়েদের উচ্ছ্বাস -ওয়েবসাইট

সিঙ্গাপুরে অনূর্ধ্ব-২১ এশিয়ান হকি ফেডারেশন কাপে (এএইচএফ) ছেলেদের বিভাগে ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল বাংলাদেশ। গ্রম্নপ পর্বে টানা চার ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। এবার চাইনিজ তাইপেকে বিধ্বস্ত করে ফাইনালের টিকিটও নিশ্চিত করেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। শনিবার প্রথম সেমিফাইনালে চাইনিজ তাইপের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছে বাংলাদেশ।

সিঙ্গাপুরের টার্ফে চাইনিজ তাইপে ম্যাচের শুরুতে গোল করে এগিয়ে যায়। ওয়ে চেং জে আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে নেন। তবে বাংলাদেশ ম্যাচে ফিরেছে এই একই মিনিটে। দ্রম্নত আক্রমণে উঠে মোহাম্মদ জয় লাল-সবুজ দলকে সমতায় ফিরিয়ে স্বস্তি এনে দেন।

1

এরপর ছিল বাংলাদেশের একচেটিয়া প্রাধান্য। একের পর এক গোল আসতেই থাকে। আমিরুল ইসলাম ১৬ ও ৩১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জোড়া গোল করেন। মাঝে ২৩ মিনিটে মোহাম্মদ আবদুলস্নাহর স্টিক থেকে এসেছে আরও একটি গোল।

শেষের দিকে অর্থাৎ ৫৮ মিনিটে আব্দুলস্নাহ আক্রমণ থেকে আরও একটি গোল করে দলকে বড় ব্যবধানে জিততে সহায়তা করেছেন। আজ রোববার ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ওমান ও থাইল্যান্ডের মধ্যে বিজয়ী দলের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে