ক্রিস্টোফ বাউমগার্টনার ও মার্কো আরনাওতোভিচের শেষ দিকের গোলে পোল্যান্ডের বিপক্ষে কষ্টের জয় পেলো অস্ট্রিয়া। শুক্রবার রাতে ৩-১ গোলের এই জয়ে টানা দ্বিতীয়বার শেষ ষোলো খেলার আশা নতুন করে জাগালো তারা। আর এই পরাজয়ে বিদায় নেওয়ার একেবারে দোরগোড়ায় পোলিশলা।
'ডি' গ্রম্নপে দুই দলই প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করেছিল। ফ্রান্সের কাছে অস্ট্রিয়া হেরে যায় আত্মঘাতী গোলে। আর নেদারল্যান্ডস উড়িয়ে দেয় পোলিশদের। দুই দলই জানত, বার্লিনে আরেকটি হার তাদের বিদায়ঘণ্টা বাজিয়ে দিবে। আর এই শঙ্কা দুই দলের ম্যাচে উত্তেজনার মাত্রা বাড়িয়ে দিয়েছিল। অলিম্পিক স্টেডিয়ামে দুই দেশের দর্শকরা স্বতস্ফূর্তভাবে অংশ নেয় নিজ নিজ দলকে উজ্জীবিত করতে।
অস্ট্রিয়ান সমর্থকদের উলস্নাসে কেঁপে ওঠে গ্যালারি ৯ মিনিটে। ফিলিপ মুয়েনের ক্রসে গার্নট ট্রওনার কাছের পোস্টের সামনে উঁচুতে লাফিয়ে হেড করে জাল কাঁপান। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার দ্বিতীয় গোল, আর ২০২০ সালের পর প্রথম।
পেনাল্টি থেকে গোল করেন আরনাওতোভিচ। তার ওই গোলে অস্ট্রিয়া ভক্তরা উলস্নাসে ফেটে পড়েন। মঙ্গলবার তারা ডর্টমুন্ডের মাঠে ডাচদের মুখোমুখি হবে নকআউটে খেলার আশা নিয়ে। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তারা। এরপরও পোল্যান্ড ক্ষীণ আশা নিয়ে শেষ ম্যাচে খেলবে ফ্রান্সের বিপক্ষে। তবে ফ্রান্স ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ ড্র হওয়ায় প্রথম দল হিসেবে ইউরো থেকে বিদায় নিয়েছে পোলিশরা।