২০২২ সালের ২৯ ডিসেম্বর ফুটবল বিশ্বকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান ফুটবল সম্রাট পেলে। তাকে জন্ম দেওয়া রত্নগর্ভা মা অবশ্য বেঁচেছেন তার চেয়েও বেশি। শুক্রবার রাতে ১০১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পেলের মায়ের নাম সেলেস্তে আরান্তেস। ১৭ বছর বয়সে জন্মদেন প্রথম সন্তানের। যিনি পরে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে পরিচিতি পেয়েছেন। একমাত্র ফুটবলার হিসেবে পেলে জিতেছেন তিন বিশ্বকাপ।
পেলের মায়ের মৃতু্যর বিস্তারিত জানানো হয়নি। শুধু এক বার্তায় ইনস্টাগ্রামে পেলের বড় ছেলে এদিনহো লিখেছেন, 'শান্তিতে ঘুমাও দাদি মা।' স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আরান্তেস ৮ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার পর শুক্রবার মারা যান তিনি। পেলের মৃতু্যর সময় পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আরান্তেসের কগনিটিভ জটিলতা আছে এবং ছেলের মৃতু্য সম্পর্কে কিছুই জানতেন না তিনি। পেলের আরেক ভাই জোকা তার মতো একই রকম ক্যানসারে আক্রান্ত হয়ে ২০২০ সালে মারা গেছেন। বেঁচে থাকতে মায়ের প্রতি কতটা দুর্বল ছিলেন সেটা ভাবাবেগ দিয়ে কথায় দিয়ে প্রকাশ করতেন পেলে।