বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

আফগান ক্রিকেটাররা পাচ্ছেন না হালাল খাবার!

ক্রীড়া ডেস্ক
  ২৩ জুন ২০২৪, ০০:০০
আফগান ক্রিকেটাররা পাচ্ছেন না হালাল খাবার!

টি২০ বিশ্বকাপ-২০২৪ চলাকালীন খাবারের সমস্যায় পড়তে হয়েছে আফগানিস্তান দলকে। টি২০ বিশ্বকাপে সুপার এইট পর্বে খেলতে গিয়ে খাবারের সমস্যায় পড়েছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। আসলে ক্যারিবিয়ান দ্বীপ বার্বাডোজে গিয়ে হালাল খাবার পাচ্ছেন না তারা। এমনকি আইসিসির নির্ধারিত খাবারের জায়গাতেও হালাল খাদ্য প্রায় নেই বললেই চলে। প্রায় সময়ে নিজেদের খাবার নিজেদের রান্না করে খেতে হচ্ছে আফগানিস্তান ক্রিকেট দলকে। ফলে বাধ্য হয়েই রান্নার দায়িত্ব নিজেদের হাতেই তুলে নিয়েছে রশিদ খানের দল।

বার্বাডোজে ভারতের বিপক্ষে ম্যাচে নামার আগে খাবার নিয়ে নানা সমস্যার কথা জানিয়েছিলেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। ২০২২ সালের গণনা অনুযায়ী বার্বাডোজে প্রায় ৩ লাখ মানুষ বসবাস করেন। যেখানে ৭৫ ভাগই খ্রিষ্টান ধর্মাবলম্বী। অর্থাৎ মুসলিম জনগোষ্ঠী রয়েছে সবমিলিয়ে তিন হাজারের মতো। ফলে হালাল খাবার সেখানে সহজলভ্য নয়। এদিকে আফগানিস্তান মুসলিম প্রধান দেশ, সুতরাং যেখানেই যান আফগান ক্রিকেটাররা হালাল খাবার খেয়ে থাকেন। কিন্তু বার্বাডোজে হালাল খাবার খুঁজে পাচ্ছেন না তারা। আর এ কারণে বেকায়দায় পড়তে হচ্ছে আফগানিস্তান ক্রিকেট দলকে।

1

এর আগে সেন্ট লুসিয়াতে ছিল আফগানিস্তান দল। সেখানে এই সমস্যাটি এতটা প্রকট ছিল না। কিন্তু বার্বাডোজে সমস্যাটি বেশি বলেই মনে করা হচ্ছে। রশিদ বাহিনী নাকি আইসিসির ডাইনিংয়েও ঠিক মতো হালাল খাবার পাচ্ছেন না। দলের একজন ক্রিকেটার বলেন, 'সেন্ট লুসিয়াতে আমাদের তেমন সমস্যা হয়নি। কিন্তু এখানে এটি সহজলভ্য নয়। শেষ পর্যন্ত আমাদের এক বন্ধু আমাদের জন্য হালাল মাংসের ব্যবস্থা করেছে এবং আমরা নিজেরাই সেটি রান্না করেছিলাম।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে