বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশের পর ফিফার ধাক্কায় মালদ্বীপ

ক্রীড়া প্রতিবেদক
  ২৪ জুন ২০২৪, ০০:০০
বাংলাদেশের পর ফিফার ধাক্কায় মালদ্বীপ

সম্প্র্রতি বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে ফিফা আর্থিকভাবে জরিমানা করেছে। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি শুধু জরিমানায় পার পেলেও দক্ষিণ এশিয়ার আরেক দেশ মালদ্বীপে শাস্তি হয়েছে আরও বড়। মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বাসাম আদিল জলিলকে ফিফা নয় মাসের সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে। ২০ জুন থেকে পরবর্তী নয় মাস তিনি ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবল সংক্রান্ত কোনো কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকতে পারবেন না।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ফিফার জরিমানার কবলে পড়েছিলেন মূলত ফিন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে। ফিফা ফান্ডের অর্থে কেনাকাটায় অনিয়ম হওয়ায় কমিটির চেয়ারম্যান তার দায়িত্বের অবহেলা হওয়ায় তাকে এই শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

1

মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বাসামের সাময়িক নিষেধাজ্ঞাও আর্থিক কারণেই।

ফিফার ইন্ডিপেনডেন্ট ইথিকস কমিটি বাসামের ওপর মানি লন্ডারিং, দুর্নীতিসহ আরও কয়েকটি অভিযোগের ওপর তদন্ত করে এই নিষেধাজ্ঞা দিয়েছে। বাসাম সাধারণ কর্তব্য, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট (স্বার্থের সংঘাত), পুরস্কারের প্রস্তাব ও গ্রহণ এবং ফিফা ফান্ডের অপব্যবহারের ধারায় শাস্তি প্রাপ্ত হয়েছেন। বাসাম নয় মাসের জন্য নিষিদ্ধ হওয়ায় আসন্ন মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে