কুমিল্লার চৌদ্দগ্রামে কালিকাপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) রাতে উপজেলার নোয়াবাজার-জামমুড়া প্রাথমিক বিদ্যালয় হলরুমে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল হোসেন জুয়েল।
কালিকাপুর ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আসলাম মিয়ার সভাপতিত্বে এবং কালিকাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন তুষার-এর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন বাহার।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন ২নং উজিরপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ইমাম হোসেন মজুমদার রুবেল মেম্বার, চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিক দলের সভাপতি কামরুল হাসান মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কামাল মিয়াজী, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ দপ্তর সম্পাদক মির্জা হিরণ, চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কালিকাপুর ইউনিয়ন বিএনপি’র ৪নং ওর্য়াড সভাপতি মো ইসহাক মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা নাছির হাজারী, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আজাদ হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব অলি উল্লাহ, ইউনিয়ন যুবদল নেতা আলেক হোসেন, উপজেলা শ্রমিকদল সদস্য সুমন রাজ, ইউনিয়ন ছাত্রদল নেতা সোহাগ মাহমুদ, মহিন ,অপুর্ব, রাকিব, সাইফুল,শাকিব, শাকিল,শান্ত প্রমুখ। পরে ৩নং কালিকাপুর ইউনিয়ন বিএনপি’র পাঁচ সদস্য বিশিষ্ট একটি ছায়া কমিটি গঠন করা হয়। সভাপতি হিসাবে দায়িত্ব পান ইঞ্জিনিয়ার আসলাম মিয়া, সিনিয়র সহ সভাপতি জালাল উদ্দীন মজুমদার, সাধারণ সম্পাদক নাছির হাজারী, যুগ্ম সাধারণ সম্পাদক - ইসহাক মিয়া, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস মিয়া।