চট্টগ্রামের সাতকানিয়ায় দেলোয়ার হোসেন মান্নান (৩৬) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। মঙ্গলবার (২০ মে) দুপুর ২টার দিকে সাতকানিয়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন মন্নান উপজেলার পুরানগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লতাবুনিয়া গ্রামের বাসিন্দা জেবর মুল্লকের পুত্র। এছাড়াও তিনি উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। মান্নান উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পদধারী একজন নেতা।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত বলেন, সাতকানিয়া পৌরসভা এলাকা থেকে ওই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতের নিকট সোপর্দ করা হবে।