বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

শ্রীলংকায় গেলেন তাসকিন-মুস্তাফিজ-হৃদয়

লংকান প্রিমিয়ার লিগ
ক্রীড়া প্রতিবেদক
  ০১ জুলাই ২০২৪, ০০:০০
শ্রীলংকায় গেলেন তাসকিন-মুস্তাফিজ-হৃদয়
লংকান প্রিমিয়ার লিগ খেলতে যাওয়ার পথে বিমানে বাংলাদেশের তিন ক্রিকেটার -সংগৃহীত

টি২০ বিশ্বকাপের মিশন শেষ করে গত শুক্রবার দেশে ফিরেছিলেন ক্রিকেটাররা। এর ৪৮ ঘণ্টা পর আবারও দেশ ছেড়েছেন তিন ক্রিকেটার। লংকান প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম আসরে অংশ নিতে শ্রীলংকায় পাড়ি জমিয়েছেন তাসকিন আহেমদ, মুস্তাফিজুর রহমান এবং তাওহিদ হৃদয়।

রোববার সকালে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে একই ফ্লাইটে শ্রীলংকার উদ্দেশ্যে রওনা দেন এই তিন ক্রিকেটার। আজ সোমবার থেকে মাঠে গড়াবে এলপিএলের এবারের আসর।

1

পালেস্নকেলেতে আসরের উদ্বোধনী ম্যাচে নামছে মুস্তাফিজ-হৃদয়ের ডাম্বুলা। প্রতিপক্ষ বি লাভ ক্যান্ডি। একই দলের বিপক্ষে তাসকিনের কলম্বো খেলতে নামবে ২ জুলাই রাতে।

পাঁচ দলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মুস্তাফিজুর রহমানকে আইকন হিসেবে সরাসরি চুক্তিতে দলে টেনেছে ডাম্বুলা সিক্সার্স। একই দলে শেষ মুহূর্তে চুক্তিবদ্ধ হন হার্ডহিটার ব্যাটার হৃদয়।

হৃদয় গত আসরে জাফনা কিংসের হয়ে খেলেছিলেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের অভিষেক রাঙিয়েছিলেন ফিফটিতে। ৬ ম্যাচে এক ফিফটিতে ১৩৫ স্ট্রাইকরেটে ১৫৫ রান করেছিলেন এ তরুণ। দেশ ছাড়ার আগে হৃদয় বলেন, আলহামদুলিলস্নাহ (বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে খেলা) শুরু মানে আগে থেকে সবাই খেলে। এখন একটু খেলোয়াড়রা বেশি খেলছে, সামনে সবাই আরও খেলবে, ইনশাআলস্নাহ। সব জায়গায় ভালো করতে হবে, সব জায়গায় ভালো সুযোগ আসবে। আপাতত কোনো টার্গেট নেই, দোয়া করবেন।'

তাওহিদের বিশ্বকাপ গেছে মোটামুটি। দলের হয়ে সর্বোচ্চ রান করলেও নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি ডানহাতি ব্যাটসম্যান। লঙ্কা প্রিমিয়ার লিগে ভালো করার ইচ্ছা তার, 'গতবার ভালো করেছিলাম বলে ফ্র্যাঞ্চাইজি আমার ওপর আবার বিশ্বাস রেখেছে। আমিও চেষ্টা করবো নিজের পারফরম্যান্স দিয়েই ভালো কিছু করার। কোনো লক্ষ্য নেই।'

বিশ্বকাপের পর ক্রিকেটারদের অফুরন্ত সময় থাকা বিদেশি লিগগুলোতে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। কানাডায় খেলতে যাবেন সাকিব, সাইফ উদ্দিন, রিশাদ। সাকিব খেলবেন মেজর ক্রিকেট লিগও। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের খেলোয়াড়দের বেশি সুযোগ পাওয়াকে ইতিবাচক হিসেব দেখছেন তাওহিদ, 'এটা তো খুবই ভালো যে আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছে। আগেও যেত কিন্তু এখন অনেক ক্রিকেটার যাচ্ছে।'

অন্যদিকে নিলাম থেকে তাসকিনকে ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে নেয় কলম্বো স্ট্রাইকার্স। ঢাকা এক্সপ্রেসের এটিই প্রথমবার এলপিএলে অংশগ্রহণ। বাংলাদেশ থেকে আসরের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মুস্তাফিজ।

তাসকিন খেলার সুযোগ পেয়ে খুশি, 'এটা আরেকটি সুযোগ নিজের পারফরম্যান্সকে মেলে ধরার। সবাই আমার জন্য দোয়া করবেন। বিসিবিকে ধন্যবাদ তারা সুযোগটি করে দেওয়ার জন্য।'

চকচকে নতুন গাড়ি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে এসেই টয়োটা অ্যালফার্ড গাড়িটা কিনেছিলেন মুস্তাফিজুর রহমান। আইপিএল খেলে দেশে আসার পর বেশিদিন হয়নি চালাতে পেরেছেন। দলের সঙ্গে উড়াল দিয়েছিলেন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি২০ বিশ্বকাপ খেলতে। সেই গাড়িতে চড়ে গতকাল আবারও বিমানবন্দরে আসেন মুস্তাফিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে