বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সর্বোচ্চ রান গুরবাজের, শীর্ষ ১৫তে নেই বাংলাদেশ

শীর্ষ উইকেট শিকারী পঞ্চমস্থানে রিশাদ হোসেন
ক্রীড়া প্রতিবেদক
  ০১ জুলাই ২০২৪, ০০:০০
সর্বোচ্চ রান গুরবাজের, শীর্ষ ১৫তে নেই বাংলাদেশ
সর্বোচ্চ রান গুরবাজের, শীর্ষ ১৫তে নেই বাংলাদেশ

সদ্য শেষ হওয়া নবম টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছেন সেমিফাইনালিস্ট আফগানিস্তানের ওপেনার রহমানুলস্নাহ গুরবাজ। ৮ ইনিংসে ৩টি হাফ সেঞ্চুরিতে ২৮১ রান করেছেন তিনি। ৩৫ দশমিক ১২ ব্যাটিং গড়ে স্ট্রাইক এবং ১২৪ দশমিক ৩৩ স্ট্রাইক রেটে এরা করেন তিনি।

সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন চ্যাম্পিয়ন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ৮ ইনিংসে ৩টি হাফ সেঞ্চুরিতে ২৫৭ রান করেছেন তিনি। তার ব্যাটিং গড় ৩৬ দশমিক ৭১ ও স্ট্রাইক রেট ১৫৬ দশমিক ৭০।

1

এই তালিকায় পরের তিনটি স্থানে আছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। হেড ৭ ইনিংসে ২৫৫, ডি কক ৯ ইনিংসে ২৪৩ এবং ইব্রাহিম ৮ ইনিংসে ২৩১ রান করেন।

শীর্ষ ১৫ জনের মধ্যে বাংলাদেশের কেউ নেই। ৭ ইনিংসে ১৫৩ রান নিয়ে তালিকার ১৮তম স্থানে আছেন তাওহিদ হৃদয়।

শীর্ষ উইকেট শিকারী ফারুকি-অর্শদীপ

যৌথভাবে পঞ্চমস্থানে রিশাদ

নবম টি২০ বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন দুই পেসার আফগানিস্তানের ফজলহক ফারুকি ও ভারতের অর্শদীপ সিং। ফারুকি ও অর্শদীপ ৮ ম্যাচ করে খেলে সমান ১৭টি করে উইকেট শিকার করেন। তবে ফারুকি ১৬০ ও অর্শদীপ ২১৫ রান খরচ করেছেন। ফারুকির ইকোনমি ৬ দশমিক ৩১ এবং আর্শদীপের ৭ দশমিক ১৬।

উইকেট শিকারের তালিকায় তৃতীয়স্থানে আছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। ৮ ম্যাচে ৪ দশমিক ১৭ ইকোনমি রেটে ১২৪ রান খরচ করে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন বুমরাহ।

বুমরাহর মত ১৫ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিচ নর্টি। ৯ ম্যাচে ৫ দশমিক ৭৪ ইকোনমি রেটে ২০১ রান খরচ করেন তিনি।

সমান ১৪টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান ও বাংলাদেশের রিশাদ হোসেন। রশিদ ৮ ম্যাচে ও রিশাদ ৭ ম্যাচ খেলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে