শুরু থেকে দারুণ উজ্জীবিত ফুটবল খেলল সুইজারল্যান্ড। তাদের সামনে অনেকটাই কোণঠাসা হয়ে রইল ইতালি। দুই অর্ধের দুই গোলে বর্তমান শিরোপাধারী ইতালিকে বিদায় করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে উঠল সুইসরা। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে শেষ ষোলো প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে ২-০ গোলে জিতেছে সুইজারল্যান্ড।
দলকে এগিয়ে নেন রেমো ফ্রয়লার। ওই গোলে অবদান রাখা রুবেন ভার্গাস করেন দ্বিতীয়টি। ৩১ বছর পর ইতালির বিপক্ষে জয়ের স্বাদ পেল সুইজারল্যান্ড। সবশেষ জিতেছিল ১৯৯৩ সালের মে মাসে, বিশ্বকাপ বাছাইয়ে ১-০ গোলে। তারপর থেকে দুই দলের ১১ দেখায় জয়হীন ছিল সুইসরা (৬ ড্র, ৫ হার)। বল দখলে দুই দল ছিল প্রায় সমান। তবে সুইজারল্যান্ড গোলের জন্য ১৬টি শট নিয়ে লক্ষ্যে রাখে ৪টি, যার দুটি সফল। সেখানে ইতালির ১১ শটের মাত্র একটি লক্ষ্যে ছিল।