ইয়টে চড়ে সাগরে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন মরক্কোর পাঁচ ফুটবলার। তাদের মধ্যে দুই জন এখনো সাগরে নিখোঁজ রয়েছেন। মরক্কোর শীর্ষ লিগের ক্লাব ইত্তিহাদ ট্যাঙ্গার রোববার জানায়, শনিবার থেকে নিখোঁজ আছেন তাদের দুই ফুটবলার সালমান হারাক ও আবেদেলস্নাতিফ আখরিফ।
ট্যাঙ্গারের উত্তরাঞ্চলে ইত্তিহাদের পাঁচ ক্লাব সতীর্থ ছোট একটি ইয়টে করে সাগরভ্রমণে যান। এক পর্যায়ে গভীর পানিতে সাঁতার কাটতে নামেন তারা। আর তখনই ঘটে দুর্ঘটনাটি। ক্লাবটির সহসভাপতি আনাস মারাবেত বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রবল স্রোত ও দমকা বাতাসে ইয়টটি ভেসে চলে যায়। ওইদিনই তিনজনকে উদ্ধার করা হয়। বাকি দুজনের উদ্ধার কাজ চলমান আছে। উদ্ধারকৃত খেলোয়াড়দের বরাতে মারাবেত বলেন, সাঁতার কাটতে যাওয়ার সময় খেলোয়াড়দের সঙ্গে কোনো বয়া ছিল না। ২৪ বছর বয়সি আখরিফ ইত্তিহাদের সিনিয়র দলের সদস্য।