মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

এইচপির সফরেও জাতীয় দলের ক্রিকেটার!

ক্রীড়া প্রতিবেদক
  ১২ জুলাই ২০২৪, ০০:০০
এইচপির সফরেও জাতীয় দলের ক্রিকেটার!

জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের নিয়ে বড় পরিকল্পনা বিসিবির। তারই অংশ হিসেবে আগামী শনিবার অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি দল)। টি২০ টুর্নামেন্টের পাশাপাশি সেখানে হবে ওয়ানডে এবং চার দিনের ম্যাচও। এবারের টুর্নামেন্ট হবে ৯ দলের, খেলবে পাকিস্তানসহ বিগ ব্যাশের দল। আর এই সফরকে সামনে রেখে বুধবার এইচপি ইউনিটের দল ঘোষণা করেছিল বিসিবি।

সেই দলে আছেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারও। জাতীয় দলে খেলা আবু হায়দার রনি, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, আফিফ হোসেনরা আছেন স্কোয়াডে। এ ছাড়া ২০২০ সালের যুব বিশ্বকাপ দলের অধিনায়ক আকবর আলিসহ এই দলে রয়েছেন আরো কয়েকজন ক্রিকেটার। এইচপির দলে জাতীয় দলে থাকা ক্রিকেটাররা কেন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

1

সেই প্রশ্নের ব্যাখা অবশ্য দিয়েছেন বিসিবির নির্বাচক হান্নান সরকার। জানালেন এই সফরে অনেক সুযোগ ক্রিকেটারদের। বিসিবির এক ভিডিও বার্তায় হান্নান বলেন, 'অস্ট্রেলিয়া সফর আমাদের যেকোনো পর্যায়ের দলের জন্যই একটা বড় সফর। অনেক দিন ধরে বাংলাদেশ দলের সেখানে খেলার সুযোগ হচ্ছে না। আমাদের অন্য দলগুলোও সুযোগ পাচ্ছিল না। সেদিক থেকে এটা অনেক বড় সুযোগ। সফরে আমরা তিনটি সংস্করণেই খেলছি।'

তিন সংস্করণের দলেই জাতীয় দলের ক্রিকেটার রাখার কারণ ব্যাখ্যা করে হান্নান বলেন, 'লক্ষ্য করবেন, এইচপি, টাইগার্স এবং জাতীয় দলের খেলোয়াড়দের একটা মিশ্রণ আছে। আমরা জানি যে ২০২৭ সালে আমাদের অস্ট্রেলিয়ায় সফর রয়েছে। সেদিক থেকে এটা আমাদের জন্য বিরাট সুযোগ।'

হান্নান আরও যোগ করেন, '২০২৭ সালে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে পারে, এমন কিছু খেলোয়াড়কে আমরা চার দিনের ম্যাচের দলে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। এছাড়া দীর্ঘ পরিসরে খেলার মানসিকতার খেলোয়াড়দের সুযোগ দেওয়ার চেষ্টা করেছি। ঠিক একইভাবে ওয়ানডে ও টি২০তেও সাদা বলের ক্রিকেটে যাদের নিয়ে চিন্তা করি, তাদেরই সুযোগ দেওয়া হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে