বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

শুটিংয়ে স্বর্ণ জিতেছেন স্কুলপড়ুয়া ক্রীড়াবিদ

ক্রীড়া ডেস্ক
  ৩০ জুলাই ২০২৪, ০০:০০
শুটিংয়ে স্বর্ণ জিতেছেন স্কুলপড়ুয়া ক্রীড়াবিদ

দেখতে দেখতে প্যারিস অলিম্পিকে দুই দিন শেষে জমে উঠেছে পদকের লড়াই। সেই সঙ্গে প্রতিদিন নতুন নতুন ইতিহাসের সাক্ষী হচ্ছে বিশ্ব। সেই তালিকায় যুক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ার স্কুলপড়ুয়া শুটার বান হিওইন। সোমবার পদকের লড়াইয়ের তৃতীয় দিনে প্রথম সোনা জিতেছে দক্ষিণ কোরিয়া। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে দেশটিকে সোনা এনে দিয়েছেন ১৬ বছর বয়সি এই ক্রীড়াবিদ। হিওইনের জেতা সোনা অলিম্পিক দক্ষিণ আফ্রিকার ১০০তম।

সোনার লড়াইয়ে হিওইনের প্রতিদ্বন্দ্বী ছিলেন চীনের হুয়াং ইউতিং। দুইজনের মোট স্কোর ২৫১.৮ হওয়ার পর শুট-অফে সোনাজয়ী চূড়ান্ত হয়। ইউতিং জেতেন রুপা। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের অড্রি গোগনিয়াট। ফ্রান্সে অনুষ্ঠিত চলমান অলিম্পিকে এখন পর্যন্ত জাপান চারটি স্বর্ণপদক জিতেছে। চারটি স্বর্ণ জিতেছে অস্ট্রেলিয়াও। রুপা জয়েও সমান দুই দেশ। দুই দেশই জিতেছে দুটি রুপা। তবে জাপান এগিয়ে গেছে ব্রোঞ্জ জয়ে এগিয়ে থাকায়। একটি ব্রোঞ্জ জাপানের, আর অস্ট্রেলিয়া জেতেনি একটিও।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে