বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

দ্বাদশ অধ্যায়

৬৯. আন্তর্জাতিক বাণিজ্যে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

ক. নদীপথ ও সমুদ্রপথ

খ. সড়কপথ ও রেলপথ

গ. রেলপথ ও আকাশপথ

ঘ. আকাশপথ ও সড়কপথ

উত্তর :ক. নদীপথ ও সমুদ্রপথ

৭০. বাংলাদেশে কোথায় সমুদ্র বন্দর আছে?

ক. চট্টগ্রাম ও চাঁদপুরে খ. চট্টগ্রাম ও মংলায়

গ. মংলা ও বরিশালে ঘ. দুমকি ও টরকিতে

উত্তর : খ. চট্টগ্রাম ও মংলায়

৭১. চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের মোট আমদানির কত ভাগ বাণিজ্য সম্পন্ন হয়?

ক. ৮০ খ. ৮৫

গ.৯০ ঘ. ৯৫

উত্তর : খ. ৮৫

৭২. চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের মোট রপ্তানির কত ভাগ বাণিজ্য সম্পন্ন হয়?

ক. ৭৫ খ. ৮০

গ. ৮৫ ঘ. ৯০

উত্তর :খ. ৮০

৭৩. মংলা বন্দর দিয়ে দেশের মোট রপ্তানির কত ভাগ বাণিজ্য সম্পন্ন হয়?

ক. ৯ খ. ১১

গ. ১৩ ঘ. ১৫

উত্তর :গ. ১৩

৭৪. মংলা বন্দর দিয়ে দেশের মোট আমদানির কত ভাগ বাণিজ্য সম্পন্ন হয়?

ক. ৬ খ. ৮

গ. ১০ ঘ. ১৫

উত্তর :খ. ৮

৭৫. দ্রম্নত যাত্রী ও পণ্য পরিবহণের জন্য সবচেয়ে ভালো মাধ্যম কোনটি?

ক. সড়কপথ খ. রেলপথ

গ. আকাশপথ ঘ. নৌপথ

উত্তর :গ. আকাশপথ

৭৬. দুর্যোগের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন পথ?

ক. রেল খ. আকাশ

গ. নদী ঘ. সড়ক

উত্তর :খ. আকাশ

৭৭. বাংলাদেশের প্রধান বিমানবন্দর কোনটি?

ক. 'হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর'

খ. 'সিলেট ওসমানী বিমানবন্দর'

গ. 'চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর'

ঘ. 'রাজশাহী বিমানবন্দর'

উত্তর : ক. 'হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর'

৭৮. একটি দেশের উন্নয়নে সড়কপথ গুরুত্বপূর্ণ কেননা-

র. অতি দ্রম্নত যাতায়াত করা যায়

রর. উৎপাদিত পণ্য সহজে বণ্টন করা যায়

ররর. বাজার ব্যবস্থার উন্নয়ন করা সহজ হয়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

৭৯. সড়কপথ ভূমিকা পালন করছে

র. বাংলাদেশের শিল্পোন্নয়নে

রর. কৃষির উন্নয়ন ও বণ্টনে

ররর. ব্যবসা-বাণিজ্যের উন্নতিতে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

৮০. বাংলাদেশে সড়কপথে অনগ্রসরতার কারণ--

র. নদীর বহুলতা

রর. ভূপ্রকৃতিগত সমস্যা

ররর. পস্নাবিত এলাকা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

৮১. পার্বত্য চট্টগ্রামে সড়কপথ অনেক কম -

র. বন্ধুর প্রকৃতির ভূমিরূপের জন্য

রর. পার্বত্য এলাকায় সড়কপথ নির্মাণ ব্যয়বহুল বেলে

ররর. প্রতিকূল আবহাওয়ার কারণে

নিচের কোনটি সঠিক?

ক. র খ. র ও রর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :খ. র ও রর

৮২. আমাদের দেশে সারাবছরই সড়কপথ মেরামত করতে হয় -

র. বৃষ্টি, বর্ষা দ্বারা প্রভাবিত হয় বলে

রর. নির্মাণে দুর্বল উপকরণ ব্যবহৃত হয় বলে

ররর. যানবাহনের চাপ অত্যধিক থাকে বলে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

৮৩. সড়কপথ যথেষ্ট ভূমিকা পালন করছে--

র. সুষম অর্থনৈতিক উন্নয়নে

রর. কৃষি উন্নয়ন ও বণ্টন ব্যবস্থাপনায়

ররর. ব্যবসা-বাণিজ্যের উন্নতিতে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

৮৪. বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সড়কপথ অগ্রসর না থাকার কারণ-

র. সড়ক নির্মাণ ব্যয়বহুল

রর. বর্ষাকালে অধিকাংশ সড়ক নষ্ট হয়ে যায়

ররর. সড়ক নির্মাণে সরকারের সদিচ্ছা নেই

নিচের কোনটি সঠিক?

ক. র খ. র ও রর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :খ. র ও রর

৮৫. দেশের পূর্বাংশের সঙ্গে পশ্চিমাংশের যোগাযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ--

র. জলপথ রর. রেলপথ ররর. সড়কপথ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :গ. রর ও ররর

৮৬. রেলপথ গড়ে ওঠাকে প্রভাবিত করে--

র. সমতলভূমি

রর. সমুদ্রবন্দরের অবস্থান

ররর. জলবায়ু

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :খ. র ও ররর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে