বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

এখনই খেলতে প্রস্তুত নয় অধিকাংশ ক্লাব

ক্রীড়া প্রতিবেদক
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
এখনই খেলতে প্রস্তুত নয় অধিকাংশ ক্লাব

ঘরোয়া মৌসুমে দলবদল শেষ হয়েছে আগেই। এখন মাঠে ফুটবল গড়ানোর পালা। বাফুফে থেকে দেওয়া খসড়া সূচিতে ৪ অক্টোবর চ্যালেঞ্জ কাপ, ৮ অক্টোবর ফেডারেশন কাপ ও ১১ অক্টোবর প্রিমিয়ার লিগ শুরুর সময়ক্ষণ দেওয়া হলেও তাতে আপত্তি বেশিরভাগ ক্লাবের। তারা চাইছে বল মাঠে গড়ানো আগে অন্তত ৬ সপ্তাহ সময় দেওয়া হোক।

ক্লাবগুলোকে প্রস্তুতি শুরুর জন্য এরই মধ্যে চিঠি দিয়েছে পেশাদার লিগ কমিটি। আগামী শনিবার লিগ কমিটির সভায় ভেনু্যসহ অন্যান্য বিষয়গুলো চূড়ান্ত হওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে খেলার জন্য প্রস্তুত নয় জানিয়ে ফেডারেশনকে চিঠি দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। এ ছাড়াও আরও বেশ কয়েকটি ক্লাব মৌখিকভাবে এই মুহূর্তে খেলার জন্য নিজেদের অপারগতা জানিয়েছে। বর্তমান পরিস্থিতিতে একমাত্র বসুন্ধরা কিংস ছাড়া অন্য কোনো ক্লাব সেভাবে অনুশীলন শুরু করেনি। কিংসের আগেভাগে অনুশীলন শুরু করার কারণও আছে। এএফসি চ্যালেঞ্জ লিগ রয়েছে। সেখানে যেন ভালোমতো অংশ নেওয়া যায়, তাই আগে থেকেই অনুশীলন করছে দলটি।

কিংস ছাড়া অন্যান্য ক্লাবগুলোর একই দাবি, খেলা পেছানো হোক। যাতে করে দলগুলো ঠিকমতো প্রস্তুতি নিতে পারে। মোহামেডান স্পোর্টিংয়ের পরিচালক আবু হাসান প্রিন্স এ বিষয়ে বলেছেন, 'দেশের বর্তমান পরিস্থিতিতে খেলা শুরুর আগে আমাদের অন্তত ছয় সপ্তাহ সময় দিতে হবে। যাতে করে আমরা ঠিকমতো প্রস্তুতি নিতে পারি। দেশের বর্তমান অবস্থা সবাইকে বুঝতে হবে। তাই আমরা খেলা পেছানোর দাবি জানিয়ে চিঠিও দিয়েছি। সে ক্ষেত্রে ৪ অক্টোবর খেলা শুরুর কোনো কারণ দেখছি না। এছাড়া আমাদের সময় না দিলে খেলবো কী করে।'

আবাহনী লিমিটেডের ম্যানেজার কাজী নজরুল ইসলামেরও একই দাবি, 'আমরা কেউই তো প্রস্তুতি শুরু করতে পারিনি। তাহলে যে খসড়া সূচি দিয়েছে, তাতে আমরা খেলবো কী করে। আমার মনে হয়, এটা বাফুফে বুঝবে। আমাদের সবাইকে পর্যাপ্ত সময় দিতে হবে।'

ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলামের ভাষ্য, 'বিদেশি খেলোয়াড় আনতে অন্তত দুই সপ্তাহ সময় লাগে। এরপর সবার প্রস্তুতির বিষয় রয়েছে। তাই আমরা মনে করি খেলার শুরুর আগে আমাদের পর্যাপ্ত সময় দেওয়া উচিত। খসড়া সূচিতে আমাদের পক্ষে খেলা বেশ কঠিন। আমরা চাইবো আমাদের সবার কথা শুনে পর্যাপ্ত প্রস্তুতির সময় দিয়ে খেলা শুরু করা হোক।'

এছাড়া এখনো অধিকাংশ ক্লাবের হোম ভেনু্যও চূড়ান্ত হয়নি। পেশাদার লিগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী একটি মাঠ সর্বোচ্চ দুটি দল হোম ভেনু্য হিসেবে ব্যবহার করতে পারবে। যদি দুইয়ের অধিক ক্লাব একটি ক্লাবকে হোম ভেনু্য করতে চায় তাহলে বিগত লিগের অবস্থান অনুযায়ী এগিয়ে থাকা দলকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া পৃষ্ঠপোষক চূড়ান্ত হলে দলগুলোর মধ্যে সে অর্থের একটা অংশ বণ্টন করার প্রক্রিয়াও চূড়ান্ত হবে। আগামী শনিবার ক্লাবগুলোর সঙ্গে বাফুফের পেশাদার লিগ কমিটির সভা হওয়ার কথা রয়েছে। সেখানে সবার কথা শুনে ঘরোয়া ফুটবলের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেছেন, 'শনিবার সভা রয়েছে। সেখানে সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে