শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

ভারতের চেয়ে টি২০তে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন তানজিম সাকিব

ক্রীড়া প্রতিবেদক
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
ভারতের চেয়ে টি২০তে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন তানজিম সাকিব

টেস্ট সিরিজে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। ভারতের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছে সফরকারীরা। হয়েছে হোয়াইটওয়াশ। সাদা পোশাকের দুঃখ ভুলে চোখ এখন টি২০ সিরিজে। আগামী ৬ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ-ভারত তিন ম্যাচের টি২০ সিরিজ।

সাদা পোশাকে ভালো করতে না পারলেও রঙিন পোশাকে বাংলাদেশ আত্মবিশ্বাসী। দেশ ছাড়ার আগে নিজেদের সবদিক থেকে এগিয়ে রাখছেন পেসার তানজিম হাসান সাকিব। তার মতে, টি২০তে বাংলাদেশই এগিয়ে থাকবে। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমন কথাই বলেন এই পেসার।

তানজিম সাকিব বলেন, 'সবদিক থেকে আমরা নিজেদের এগিয়ে রাখব। আমরা নিজেদের শতভাগ দেব। একটা ম্যাচ জিততে গেলে প্রতিটি বিভাগে আপনাকে ভালো করতে হবে। আমরা যেন প্রতিটি বিভাগে ভালো করতে পারি এবং নিজেদের সেরাটা দিতে পারি, সেজন্য ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায় আমাদের নজর থাকবে।'

টেস্ট চলাকালীন টি২০ সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট সিরিজের দলে থাকা পাঁচজন আছেন টি২০ স্কোয়াডে। টি২০ ১৫ জনের বাকি ১০ জন মঙ্গলবার ভারত গেছে। দলের সঙ্গে রয়েছেন ইবাদত হোসেনও। স্কোয়াডে না থাকলেও পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন তিনি। অবসরের ঘোষণা দেওয়ায় দলে নেই সাকিব আল হাসান। তাকে ছাড়াই ১৫ সদস্যের স্কোয়াড দিয়েছে বিসিবি। প্রায় ১৪ মাস পর টি২০ দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ২০২৩ এর জুলাইয়ের পর আর এই সংস্করণে খেলেননি মিরাজ। দলে রাখা হয়েছে পারভেজ হোসেন ইমন ও রাকিবুল হাসানকে।

নাজমুল হোসেন শান্তর কাঁধেই থাকছে নেতৃত্বের ভার। টি২০তে ভালো করা তরুণ তুর্কি তাওহিদ হৃদয়, রিশাদ হোসেনরা আছেন যথারীতি। তাদের সঙ্গে ভারসাম্য বাড়াবেন অভিজ্ঞ মাহমুদউলস্নাহ। বোলিংয়ে বাংলাদেশের ভরসা সমৃদ্ধ পেস আক্রমণ। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। সঙ্গে আছেন তাসকিন-সাকিব-মুস্তাফিজরা।

সিরিজের প্রথম টি২০ অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর, গোয়ালিয়রে। ৯ অক্টোবর দিলিস্নতে দ্বিতীয় এবং ১২ অক্টোবর হায়দরাবাদে মাঠে গড়াবে তৃতীয় ও শেষ টি২০। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

টি২০ সিরিজে বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউলস্নাহ, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে