বুধবার, ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

জিসান-সাইফউদ্দিনের ঝড়ে বড় জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
  ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
জিসান-সাইফউদ্দিনের ঝড়ে বড় জয় বাংলাদেশের
জিশান আলম ও সাইফউদ্দিন

নামই যখন ছক্কা দিয়ে, সেখানে ছক্কার বৃষ্টি না ঝরালে কি আর টুর্নামেন্ট জমে। ওমানের বিপক্ষে ঝড়ো ব্যাটিং করেছেন বাংলাদেশের তরুণ তারকা জিশান আলম ও অভিজ্ঞ অলরাউন্ডার সাইফউদ্দিন। তাদের দানবীয় ব্যাটিংয়ে হংকং সিক্সেসে শুভসূচনা করেছে বাংলাদেশ।

ক্রিকেট হলেও হংকং সিক্সেস আসলে আন্তর্জাতিক অঙ্গনের মতো নয়। প্রতি দলে থাকে ছয়জন খেলোয়াড়। খেলাও হয় ছয় ওভারে। সেখানে ওমানের বিপক্ষে ৩৪ রানে জিতেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করতে নেমে বিনা উইকেটে ১৪৭ রান তোলে বাংলাদেশ। জবাবে ১১৩ রানের বেশি করতে পারেনি ওমান।

অধিনায়ক ইয়াসির আলীর সঙ্গে ওপেনিংয়ে নেমে ছক্কার ফুলঝুড়ি ছোটান তরুণ ওপেনার জিশান। ৪৫৮.৩৩ স্ট্রাইক রেটে ১২ বলে করেন ৫৫ রান। একটি চারের সঙ্গে ৮টি ছক্কায় সাজান এই ওপেনার। এরপর টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী অবসরে যেতে হয় তাকে। সব উইকেট পড়ে গেলেই কেবল আবার নামতে পারতেন।

জিশান মাঠ ছাড়ার পর উইকেটে আসেন অলরাউন্ডার সাইফউদ্দিন। জিশানের মতো ঠিক ১২ বলে ৪৫৮.৩৩ স্ট্রাইক রেটে করেন ৫৫ রান। তবে নিজের ইনিংসটি একটু ভিন্নভাবে। ৩টি চারের সঙ্গে মারেন ৭টি ছক্কা। ৯ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৬ করে অপরাজিত থাকেন ইয়াসির।

লক্ষ্য তাড়ায় নেমে আগ্রাসী হতে পারেননি ওমানের কেউই। নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। ব্যাটিংয়ের পর বল হাতেও ভালো করেছেন জিশান। নিজের ওভারে ১২ রানের খরচায় নিয়েছেন ২টি উইকেট। দুই ওভার বল করে ৩২ রানের বিনিময়ে ১টি উইকেট পান সাইফউদ্দিন। ওমানের হয়ে বিনায়াক শুকলা ২৯ ও হাসনাইন শাহ

২৪ রান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে