ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত আসরে মুস্তাফিজুর রহমান খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের জার্সিতে। তবে প্রতিযোগিতাটির মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিটি ছেড়ে দিল বাংলাদেশের বাঁহাতি পেসারকে। ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সময় বেঁধে দিয়েছিল বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত। এর প্রায় দুই ঘণ্টা পর চেন্নাই প্রকাশ করে ধরে রাখা খেলোয়াড়দের নামের তালিকা। সেখানেই নেই কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজ। আইপিএলের গত আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মুস্তাফিজ। নিলামে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে তাকে দলে টেনেছিল চেন্নাই। শুরুতে অবিক্রীত থাকলেও এক্সিলারেটেড রাউন্ড থেকে তার জন্য বিড করেছিল দলটি। অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যেই তাকে পেয়ে যায় তারা। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাইয়ের হয়ে গতবার ৯ ম্যাচ খেলেন মুস্তাফিজ। শিকার করেছিলেন ১৪ উইকেট। তবে তিনি ওভারপ্রতি গড়ে ৯.২৬ করে রান দিয়েছিলেন। মুস্তাফিজের মতো আরেক আন্তর্জাতিক ক্রিকেটার ডেভন কনওয়েকে ছেড়ে দিয়েছে চেন্নাই। তবে আলোচিত মহেন্দ্র সিং ধোনি টিকে গেছেন। এদিকে এক দশক পর ট্রফি জয়ে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেওয়া শ্রেয়াস আইয়ারকেও ছেড়ে দিয়েছে। তার সঙ্গে দল পেতে নিলামে নাম তুলতে হবে জস বাটলার, ঋষভ পান্ত, গেস্নন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্কের মতো খেলোয়াড়দেরও। নতুন আসরের জন্য খেলোয়াড় ধরে রাখার সর্বশেষ দিন ছিল বৃহস্পতিবার। প্রতিটি দলের জন্য সর্বশেষ আসরের পাঁচ আন্তর্জাতিক ছয়জন খেলোয়াড় ধরে রাখার সুযোগ ছিল। কিন্তু ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্যে কেবল কলকাতা ও রাজস্থান রয়্যালস এই সুবিধা নিয়েছে। বাকিদের কেউ পাঁচজন, আবার কেউ চারজন রেখেছে। মূলত নিলাম থেকে খেলোয়াড় কেনাই তাদের উদ্দেশ্য। সবে য়ে কম দুজনকে ধরে রেখেছে পাঞ্জাব কিংস। সর্বোচ্চ ১১০.৫ কোটি রুপি হাতে নিয়ে নিলামে অংশ নিবে তারা। তালিকায় যে পাঁচজন ক্রিকেটার আছেন, তাদের মধ্যে সবচেয়ে উলেস্নখযোগ্য হলেন মহেন্দ্র সিং ধোনি। আগামী আইপিএলে ভারতের সাবেক অধিনায়কের খেলা নিয়ে যে সংশয় ছিল, তা কেটে গেছে। অবশ্য মাত্র ৪ কোটি রুপিতে তাকে ধরে রাখতে পেরেছে চেন্নাই। কারণ, তাকে বিবেচনা করা হয়েছে 'আনক্যাপড' বা অভিষেক না হওয়া খেলোয়াড় হিসেবে। আইপিএলে কেবল ভারতীয় ক্রিকেটারদের এই বিশেষ নিয়মটি প্রযোজ্য। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ খেলার বা বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে শেষবার থাকার পাঁচ বছর পেরিয়ে গেলে সেই ক্রিকেটারকে 'অ্যানক্যাপড' হিসেবে ধরা হয়। ধোনি ভারতের হয়ে সবশেষ খেলেছিলেন ২০১৯ সালের জুলাইয়ে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে।