বুধবার, ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

স্পেনে বন্যার্তদের সহায়তায় লা লিগা ক্লাবগুলোর উদ্যোগ

ক্রীড়া ডেস্ক
  ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
স্পেনে বন্যার্তদের সহায়তায় লা লিগা ক্লাবগুলোর উদ্যোগ

কয়েক দশকের মধ্যে স্পেনে সবচেয়ে মারাত্মক বন্যার কবলে পড়া মানুষদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে লা লিগা ও শীর্ষ ক্লাবগুলো। এই সপ্তাহান্তে সম্প্র্রচারিত ম্যাচগুলোতে তারা প্রচারণা চালাবে। পাশাপাশি নিজেদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলোতেও অর্থ উত্তোলনের উদ্যোগ নেবে। প্রাপ্ত অর্থ তারা দেবে বন্যার্তদের নিয়ে কাজ করা রেডক্রসকে। বন্যায় এখন পর্যন্ত অন্তত ১৫৮ জনের মৃতু্যর খবর পাওয়া গেছে।

লা লিগা এক বিবৃতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ও নিখোঁজদের জন্য সহমর্মিতা ও শোক জানিয়েছে। ইউরোপের সফলতম দল রিয়াল মাদ্রিদ জানিয়েছে, 'রেডক্রসের সঙ্গে মিলিতভাবে কাজ করবে তারা এবং ১০ লাখ ইউরো দান করবে। ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন ও রেডক্রস আজ (বৃহস্পতিবার) তহবিল সংগ্রহ শুরু করেছে। যে সব পরিবার সঙ্কটময় পরিস্থিতিতে আছে, সব ধরনের সাহায্য যাদের প্রয়োজন তাদের জন্য এই তহবিল উত্তোলন অভিযানের সমর্থনে ক্লাব ১০ লাখ ইউরো দান করছে।'

স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন এরই মধ্যে ভালেন্সিয়ার পূর্বাঞ্চলে কোপা দেল রের সাতটি ম্যাচ স্থগিত করছে। ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচের আগে ১ মিনিট নীরবতা পালন করার জন্য প্রতিযোগিতার আয়োজকদের আহ্বান জানিয়েছে তারা। কোপা দেল রের স্থগিত ম্যাচ ছয়টি হবে আগামী সপ্তাহে। এখনো হোভে এস্পানিওলের বিপক্ষে রিয়াল সোসিয়েদাদের ম্যাচের নতুন দিনক্ষণ ঠিক হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে