পালেস্নকেলেতে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ম্যাচ দিয়ে তিন বছর পর ওয়ানডেতে ফিরে এভিন লুইস ঝড়ো সেঞ্চুরি করেন। ওয়েস্ট ইন্ডিজ হোয়াইটওয়াশ এড়ায়। সেই ধারাবাহিকতা ধরে রেখে ইংল্যান্ডের বিপক্ষে আগ্রাসী ইনিংস খেলে উইন্ডিজকে ওয়ানডে সিরিজে শুভ সূচনা এনে দিলেন তিনি। বৃহস্পতিবার রাতে অ্যান্টিগাতে ৮ উইকেটে জিতেছে তারা। এদিনের এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা।
৫ চার ও ৮ ছক্কায় ৬৯ বলে
৯৪ রান করেন লুইস।
আগে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড মাত্র ২০৯ রানে অল আউট হয়। গুডাকেশ মোটি ধারালো বোলিংয়ে সফরকারীদের অল্পতেই আটকে দেন। জবাবে ওপেনিংয়ে ব্র?্যান্ডন কিংয়ের সঙ্গে জয়ের ভিত গড়ে দেন লুইস। ১৫তম ওভারে ৮১ রান থাকতে বৃষ্টিতে খেলা এক ঘণ্টা বন্ধ ছিল। ওয়েস্ট ইন্ডিজের পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৫৭ রান, যা ৫৫ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে তারা। মাত্র ২ উইকেট হারায় ক্যারিবিয়ানরা।
স্বাগতিকদের ১১৮ রানের ওপেনিং জুটিতে ৩০ রান করে অবদান রাখেন কিং। ৪৬ বলে হাফ সেঞ্চুরি করা লুইস আউট হন ৯৪ রানে। তার ৬৯ বলের ইনিংসে ছিল ৮ ছয়। তার আগে ফোর্ড ও জেডন সিলসের আঘাতে ১০০ রানের আগেই চার উইকেট হারায় ইংল্যান্ড। তারপর মোটির ঘূর্ণি জাদুতে সফরকারীরা দাঁড়াতে পারেনি। সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক লিয়াম লিভিংস্টোন। ২৭ রান করেন জ্যাকব বেথেল। ৪৬ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচসেরা মোটি। দুটি করে উইকেট নেন ফোর্ড, সিলস ও জোসেফ।