শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক
  ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০
সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড
সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড

চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। এই সফরে তিনটি করে ওয়ানডে এবং টি২০ ম্যাচ খেলবে আইরিশ মেয়েরা। আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ না করলেও বিসিবির একটি সূত্র জানিয়েছেন আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে সফরকারীরা।

আগামী ২৭ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই ভেনু্যতে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পরবর্তী দুটি ওয়ানডে ম্যাচ।

এরপর দু'দল সিলেটে পাড়ি জমাবে টি২০ সিরিজের জন্য। সিলেটে প্রথম টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর। ৭ ও ৯ ডিসেম্বর বাকি দুটি টি২০ ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে সিরিজ।

এই সিরিজটি বাংলাদেশ নারী দলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ ঘরের মাঠে আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে এই সিরিজে জয় পেতে চায় তারা।

এক নজরে বাংলাদেশ-আয়ারল্যান্ডের নারী সিরিজের সূচি:

ওয়ানডে সিরিজ

প্রথম ওয়ানডে (২৭ নভেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম

দ্বিতীয় ওয়ানডে (৩০ নভেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম

তৃতীয় ওয়ানডে (২ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম

টি২০ সিরিজ

প্রথম টি২০ (৫ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম

দ্বিতীয় টি২০ (৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম

তৃতীয় টি২০ (৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে