শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বিএসপিএ অপরাজিত চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক
  ১২ নভেম্বর ২০২৪, ০০:০০
বিএসপিএ অপরাজিত চ্যাম্পিয়ন

দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে দায়িত্বরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন র্(যাক) আয়োজিত স্পোর্টস ফেস্টিভাল ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। সোমবার শিরোপা নির্ধারণী ম্যাচে দলটি ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামকে ৪-০ গোলে হারিয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়ে ছিল।

পল্টন ময়দানে অনুষ্ঠিত ফাইনালে বিএসপিএ'র সাদমান সাকিব জোড়া গোল করেন। একটি করে গোল করেন রাশেদুল ইসলাম এবং গোলাম মোস্তফা। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন জোড়া গোল করা সাদমান। এর আগে সেমিফাইনালে টাইব্রেকারে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (ক্র্যাব) হারায় বিএসপিএ। ম্যাচের নির্ধারিত সময় গোলশূন্য ড্র ছিল। টাইব্রেকারে ৪-৩ গোলের জয়ে ফাইনালে উঠে আসে বিএসপিএ। গোলকিপার রানা শেখ স্পট কিক ঠেকিয়ে ম্যাচ সেরা হয়েছেন। সাদমানের হ্যাটট্রিকে প্রথম পর্বের ম্যাচে ৬-০ গোলে জিতেছিল বিএসপিএ। মান্না চৌধুরীর জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে দলটি ৩-০ গোলে জিতেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে