বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বার্সেলোনার হোঁচট, দাপুটে রিয়াল

ক্রীড়া ডেস্ক
  ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বার্সেলোনার হোঁচট, দাপুটে রিয়াল
লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে গোল করায় বার্সেলোনার রবার্তো লেভানদোভস্কিকে অভিনন্দন জানাচ্ছেন সতীর্থ ওলমো -ওয়েবসাইট

গোলমুখে ফরোয়ার্ডরা আরেকটু কার্যকর হলে হয়তো গোল উৎসবে মেতে উঠতে পারত রিয়াল বেটিস। অসংখ?্য সুযোগ হারানোর দিনে দুইবার পিছিয়ে পড়ে উল্টো হারের শঙ্কা পড়ে যায় তারা। তবে উজ্জীবিত ফুটবল উপহার দেওয়া দলটি দুইবারই সমতা ফেরাল। তাতে শঙ্কায় পড়ে গেল বার্সেলোনার শীর্ষে থাকা। লা লিগার ম?্যাচে শনিবার রাতে বেটিসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফলে ২ পয়েন্ট হারানোর হতাশার সঙ্গে যুক্ত হয়েছে বার্সার কোচ হান্সি ফ্লিকের লাল কার্ড।

অপরদিকে শুরুর বিবর্ণতা ঝেড়ে দারুণ পারফরম্যান্স উপহার দিল রিয়াল মাদ্রিদ। জ্বলে উঠলেন জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপেরা। জিরোনাকে উড়িয়ে লিগ টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল কার্লো আনচেলত্তির দল। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচে জিরোনার বিপক্ষে ৩-০ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

ম্যাচের প্রথমার্ধে বেলিংহ্যাম দলকে এগিয়ে নেওয়ার পর তার পাস থেকে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান আর্দা গিলের। তৃতীয় গোলটি করেন এমবাপে। এদিনের এই জয়ে ১৬ ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিনে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে জিরোনা আছে ৮ নম্বরে। আর ১৬ ম?্যাচে ২১ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে বেটিস।

লা লিগায় তিন ম্যাচে দ্বিতীয়বার জয় ছাড়াই খেলা শেষ করল বার্সেলোনা। অথচ নির্ধারিত সময় পর্যন্ত এগিয়ে ছিল বার্সেলোনা। বদলি নামা আসানে দিয়াও স্টপেজ টাইমে গোল করে তাদের বুক ভেঙে দেন। কোচ হিসেবে ম্যানুয়েল পেলেস্নগ্রিনি ৫০০তম লা লিগা ম্যাচ স্মরণীয় করে রাখলেন। বেটিসের মাঠে ৩৯তম মিনিটে এগিয়ে যায় বার্সা। লামিনে ইয়ামালের বানিয়ে দেওয়া বলে নিখুঁতভাবে ফিনিশিং করেন রবার্তো লেভানদোভস্কি। বিরতির পর বেতিস গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে জিওভানি লু সেলসো সমতা ফেরান। তবে ইয়ামাল আবারও চমৎকারিত্ব দেখিয়ে কাতালান জায়ান্টদের এগিয়ে নেন। তার অ্যাসিস্টে বদলি নামা ফেরান তোরেস ৮২তম মিনিটে জাল কাঁপান। জয় নিয়েই মাঠ ছাড়ার দোরগোড়ায় ছিল বার্সা। কিন্তু ৯৪ মিনিটে দিয়াওয়ের ব্যাকহিল ফ্লিকে বেনিতো ভিলামারিন স্টেডিয়ামে উচ্ছ্বাসে মাতে বেটিস।

এদিকে জুড বেলিংহ্যামের দারুণ নৈপুণ্যে লা লিগায় জিরোনাকে উড়িয়ে দিয়েছে রিয়াল। ৩-০ গোলের জয়ে লিগ টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে এক ম্যাচ কম খেলে পয়েন্ট ব্যবধানও দুইয়ে নামিয়েছে। ম্যাচের শুরুর গোলটাই করেছেন বেলিংহ্যাম। তার নৈপুণ্য দেখে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, রিয়ালের হয়ে চেনা রূপে ফিরেছেন বেলিংহ্যাম।

মন্তিলিভিতে ৩৬ মিনিটে ম্যাচে অগ্রগামিতা এনে দেন বেলিংহ্যাম। তার পর আর্দা গিলের দ্বিতীয় গোল বানিয়ে দিতেও অবদান রেখেছেন তিনি। যদিও দারুণ নৈপুণ্যের দিন দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে পায়ের অস্বস্তি নিয়ে মাঠও ছেড়ে গেছেন। আনচেলত্তি অবশ্য ম্যাচের পর বেলিংহ্যামের নতুন কোনো চোট শঙ্কার কথা উড়িয়ে দিয়েছেন, 'বেলিংহ্যাম ঠিক আছে।' চ্যাম্পিয়ন্স লিগে আসন্ন অ্যাওয়ে ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা এমন প্রশ্নে আনচেলত্তির উত্তর ছিল, 'তার পা ভীষণ ক্লান্ত ছিল। তাই শেষ দিকে কোনো ঝুঁকি নিতে চায়নি। সে খেলবে... বেলিংহ্যাম তার চেনা রূপেই ফিরেছে। টানা পাঁচ ম্যাচে সে গোল করেছে। তাই সে ভালো ছন্দেই ফিরে এসেছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে