ময়মনসিংহের ত্রিশালে অলিম্পিক স্পোর্টস কমপেস্নক্স নির্মাণ করা হবে। এই কমপেস্নক্সে আন্তর্জাতিক খেলাধুলার আয়োজন ও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। প্রায় ২০০ একর জমির ওপর এই কমপেস্নক্স নির্মাণের বিষয় নিয়ে গত শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভায় আলোচনা হয়েছে। বিওএ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিওএ'র নির্বাহী সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। এর মধ্যে অন্যতম অলিম্পিক স্পোর্টস কমপেস্নক্স। অলিম্পিক স্পোর্টস কমপেস্নক্স নির্মাণে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার বিগ্রেড একটি নকশাও উপস্থাপন করে। বিভিন্ন ফেডারেশনের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা বাস্তবায়ন করার সিদ্ধান্ত ?গৃহীত হয়েছে।
২০২৫ সালে ইসলামিক সলিডারিটি, যুব এশিয়ান গেমসে বাংলাদেশের অংশ নেওয়ার কথা। পাশাপাশি বিওএ বাংলাদেশ গেমস আয়োজন করবে। গেমস আয়োজনের জন্য ৪০ কোটি টাকা বাজেট ধরা হয়েছে। আন্তর্জাতিক গেমসে অংশগ্রহণ ও প্রশিক্ষণের জন্য বরাদ্দ ১৮ কোটি টাকা। গেমসে দল পাঠাতে বিওএ'র অনেক অর্থ ব্যয় হয়, ফলে প্রশিক্ষণের বাজেট তুলনামূলক কমই থাকছে।
রাজধানীর পল্টনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভবন। ৬ তলা ভবন ১০ তলায় উন্নীতকরণ বিষয়ে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার বিগ্রেড প্রাথমিক পরিকল্পনা উপস্থাপন করে। অর্থনৈতিক সমীক্ষা জরিপের মাধ্যমে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এটি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।