অ্যাডিলেড টেস্টেই বদলে গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের চালচিত্র। ভারতকে ১০ উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে লজ্জাজনক হারে এক ধাক্কায় শীর্ষস্থান থেকে তিনে নেমে গেছে ভারত। বার্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯ রানের লক্ষ্য দেয় ভারত। এই লক্ষ্য তাড়া করতে অস্ট্রেলিয়ার দুই ওপেনার নাখান ম্যাকসুইনি ও উসমান খাজার লাগে মাত্র ২০ বল। এর আগে কখনো এত কম খেলে ভারতকে টেস্ট হারায়নি অস্ট্রেলিয়া। দাপুটে জয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে অসিরা।
টেবিলের তিনে নেমে যাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে ভারতের। রোহিত শর্মার দল যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজ ৪-১ ব্যবধানে জেতে, তাহলে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। সেটা না হলে ভারতীয়দের মেলাতে হবে পরিসংখ্যান। তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ১৪ ম্যাচে ৯ জয় ও ৪ হারে টেবিলের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১০২। অসিদের জয়ের হার ৬০.৭১ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার জয়ের হার ৫৯.২৬। তিনে থাকা ভারতের জয়ের হার ৫৭.২৯।