সেই ২০০৬ সালের পর নিউজিল্যান্ডের মাঠে টি২০ ম্যাচ জিততে পারছিল না শ্রীলংকা। তাই সিরিজ হার নিশ্চিত হয়ে যাওয়ার পরও ম্যাচটি ছিল তাদের জন্য গুরুত্বপূর্ণ। কুশল পেরেরার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে হারের বলয় ভাঙতে পেরেছে তারা। দারুণ জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে দলটি।
নেলসনে বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ রানে হারিয়েছে শ্রীলংকা। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৮ রান করে তারা। জবাবে নিজেদের নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১১ রানের বেশি করতে পারেনি কিউইরা।
রান তাড়ায় নেমে টিম রবিনসন ও রাচিন রবিন্দ্রর ব্যাটে ৮১ রানের ওপেনিং জুটি পায় নিউজিল্যান্ড। ৩৯ বলে ৬৯ রান করেন রাচিন। রবিনসন খেলেন ৩৭ রানের ইনিংস। তাতে প্রথম ১৫ ওভারে প্রায় ১১ রান ওভার প্রতি তুলে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল নিউজিল্যান্ড। ১৫তম ওভারে চারিথ আসালঙ্কার বলে যখন টানা চারটি ছক্কা মেরে ২৫ রান যোগ করেন ড্যারিল মিচেল, তখন মনে হয়েছিল নিউজিল্যান্ডের মাঠে লঙ্কানদের জয় অধরাই থেকে যাবে। তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় লঙ্কান বোলাররা। ১৬তম ওভারে মিচেল হায় ও মাইকেল ব্রেসওয়েলকে তুলে নেওয়ার পরের ওভারে ড্যারিল মিচেলকে তুলে নিলে কিছুটা স্বস্তি নামে লঙ্কান শিবিরে। কিন্তু জ্যাকারি ফাউলকসের শেষ ওভারের ব্যাটিং আবারও শঙ্কায় ফেলে দেয় তাদের। স্নায়ুচাপ সত্ত্বেও শেষ পর্যন্ত সাত রানের ব্যবধানে জয় নিশ্চিত করতে পেরেছে শ্রীলংকা।