আগে থেকে কথা চলছিল। অবশেষে ব্যাটে বলে মিলে যাওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ফিরেছেন সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটন। তবে এবার মেয়েদের কোচ হিসেবে নয়, বাফুফের এলিট একাডেমির প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এই দায়িত্ব নতুন চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন ছোটন।
বৃহস্পতিবার বাফুফে ভবনে ২০২২ সাফজয়ী কোচ বলেছেন,'নতুনভাবে আবার এখানে (বাফুফে) আসলাম। আগে যেভাবে কাজ করেছি, এখনও সেভাবেই কাজ করতে পারবো। যুব ফুটবল উন্নয়নের দায়িত্ব পেয়েছি। আমি মনে করি, এখানে অনেক কাজ করার সুযোগ আছে। খেলোয়াড়দের উন্নয়ন এবং উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার দিকেই আমার লক্ষ্য থাকবে।'