রিয়াল মাদ্রিদের বর্তমান স্কোয়াড নিয়ে সন্তুষ্ট কার্লো আনচেলত্তি। তবে অনেক খেলোয়াড়ের চোট সমস্যা বেশ ভোগাচ্ছে তাকে। সমাধান হিসেবে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নতুন কাউকে দলে যোগ করবেন ইতালিয়ান কোচ এখনই এ নিয়ে কিছু বলতে চান না তিনি।
লিভারপুলের ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে নিয়ে রেয়ালের আগ্রহের কথা শোনা যাচ্ছে। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন তাদের মঙ্গলবারের প্রতিবেদনে জানিয়েছে, ইংলিশ রাইট-ব্যাককে দলে টানা চেষ্টায় একবার ব্যর্থ হয়েছে স্প্যানিশ ক্লাবটি। চলতি মৌসুমের পর লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের।
হাঁটুর চোটে পুরো মৌসুমের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন রেয়ালের প্রথম পছন্দের রাইট-ব্যাক দানি কারভাহাল। স্প্যানিশ এই ফুটবলারের জায়গায় নতুন কাউকে দলে যোগ করা নিয়ে কথা বলতে নারাজ আনচেলত্তি,' এই বিষয়ে কথা বলা কঠিন। দেখব, কি হয়। আমি শুধু এটুকু বলতে পারি। জানুয়ারিতে আমাদের অনেক খেলা আছে, আমরা সেদিকে মনোযোগী।