বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে স্যামুয়েল বোয়েটেংয়ের ডাবল হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে রহমতগঞ্জ স্পোটিং ক্লাব। শনিবার দিনের প্রথম ম্যাচে মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। ঘানার অ্যাটাকার স্যামুয়েল বোয়েটেং একাই ৬ গোল করে সবাইকে চমকে দেন। ২৩ মিনিটে বক্সের ভেতর থেকে ঠান্ডা মাথার শটে দলকে এগিয়ে নেওয়ার পর বোয়েটেং ৪৪ মিনিটে পূরণ করেন হ্যাটট্রিক। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করেন ঘানার এই ফরোয়ার্ড। এই ম্যাচের ঝলকে ১০ গোল করে এক লাফে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন বোয়েটেং। ব্রাদার্স ইউনিয়নের চেক সিনে ৬ গোল নিয়ে নেমে গেলেন তালিকার দ্বিতীয় স্থানে।
এর আগে ২০০৭ সালে পেশাদার লিগের প্রথম আসরে পল নোয়াচুকু ডাবল হ্যাটট্রিক পেয়েছিলেন। লিগে মোহামেডান স্পোর্টিং ৬ ম্যাচে সবকটিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনী সবকটিতে হেরে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। রহমতগঞ্জ ৬ ম্যাচে ৫টি জিতে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স চতুর্থ হারে আগের ৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে।