সদ্য সমাপ্ত বোর্ডার-গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়ার জয়ে বড় ভূমিকা রেখেছে পেস আক্রমণ। তবে শ্রীলঙ্কায় তো পেসারদের ততটা কার্যকর হওয়ার সম্ভাবনা কম। অস্ট্রেলিয়া তাই স্কোয়াড সাজিয়েছে চার স্পিনার নিয়ে। মূল স্পিনার ন্যাথান লায়নের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমান, অফ স্পিনার টড মার্ফি ও বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার কুপার কনোলি। প্যাট কামিন্সকে নিয়ে গত কিছুদিনে যে খবর ছড়িয়ে পড়েছিল, সেটিও সত্যি হয়েছে দল ঘোষণায়। দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে এই সফরে যাচ্ছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক। তার বদলে আবার দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। দলে আরেকটি উলেস্নখযোগ্য নাম ন্যাথান ম্যাকসুয়েনি। বোর্ডার-গাভাস্কার সিরিজে অভিষেকের পর তিন টেস্ট খেলে ব্যর্থ হয়ে বাদ পড়া টপ অর্ডার ব্যাটসম্যান।
অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, কুপার কনোলি, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাওয়াজা, স্যাম কনস্টাস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, ন্যাথান ম্যাকসুয়েনি, টড মার্ফি, মিচেল স্টার্ক, বাউ ওয়েবস্টার।