ঢাকার প্রথম পর্ব শেষে সিলেটে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রম্নপপর্বের খেলা। এবারের আসরে দর্শকদের আশানুরূপ আগ্রহ দেখা যাচ্ছে। তাছাড়া মাঠের ক্রিকেটও জমে উঠেছে। বিপিএলের উন্মাদনা আরও বাড়াতে এবার আসছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন।
বাংলাদেশের সাবেক ক্রিকেটার আতহার আলী খানকে বলা হয় ভয়েস অব বাংলাদেশ। বিপিএলের ধারাভাষ্য প্যানেলে আতহার ছাড়াও আছেন শামীম আশরাফ চৌধুরী, সমন্বয় ঘোষ ও মাজহার উদ্দিন অমি। বিদেশিদের তালিকায় টিনো মায়োয়ো, আমির সোহেল ও এইচডি আকারম্যানের সাথে আছেন স্যার কার্টলি আমব্রোস।
তবে সবচেয়ে বড় চমক হিসেবে ছিলেন ড্যানি মরিসন। নিউজিল্যান্ডের এই ধারাভাষ্যকার গত কয়েক আসরে ছিলেন না বিপিএলে। শোনা যাচ্ছিল এবার আসবেন। যদিও ঢাকা পর্ব শেষ হয়ে সিলেট পর্ব শেষ হওয়ার পথে তবে এখনো দেখা নেই মরিসনের। কবে আসছেন তিনি, ভক্তদের আগ্রহ এখানেই। বিসিবি সূত্রে ঢাকা পোস্ট নিশ্চিত হয়েছে মরিসনকে দ্রম্নতই দেখা যাবে সিলেটে। সব ঠিক থাকলে আগামী ১২ তারিখের ম্যাচ থেকে কমেন্ট্রি প্যানেলে দেখা যাবে তাকে।