সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

হোয়াইটওয়াশ এড়াল শ্রীলংকা

ক্রীড়া ডেস্ক
  ১২ জানুয়ারি ২০২৫, ০০:০০
হোয়াইটওয়াশ এড়াল শ্রীলংকা

প্রথম দুই ম্যাচেই সিরিজ নিজেদের করে নিয়েছিল নিউজিল্যান্ড, শেষ ম্যাচটা তাই ছিল নিয়মরক্ষার। সেখানে ব্যাটিংয়ে ঝলক দেখালেন পাথুম নিশানকা, কামিন্দু মেন্ডিস, জানিত লিয়ানাগেরা। পরে বল হাতে জ্বলে উঠলেন আসিতা ফার্নেন্দো, মাহেশ থিকসানারা। বড় জয়ে সিরিজ শেষ করল শ্রীলংক।

অকল্যান্ডে শনিবার তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ১৪০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলংকা। আগে ব্যাট করে তিন ফিফটিতে শ্রীলংকা করে ৮ উইকেটে ২৯০ রান। দারুণ বোলিংয়ে পরে কিউইদের ১৫০ রানে থামিয়ে দেয় সফরকারী। এই ম্যাচ জিতলেও তিন ম্যাচের সিরিজ ১-২ ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে হেরেছে শ্রীলংকা।

২৯১ রান তাড়ায় এদিন মার্ক চাপম্যান ছাড়া নিউজিল্যান্ডের আর কেউই দাঁড়াতে পারেননি। প্রথম ছয় ব্যাটারের বাকি সবাই ফেরেন এক অঙ্কের ঘরে। এক পর্যায়ে ২১ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। ৭৭ রানে পড়ে তাদের ৭ উইকেট। একা দলকে টেনে দেড়শো পর্যন্ত নিয়ে যান চাপম্যান। আসিতা ২৬ রানে ৩ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা। ৩৫ রানে ৩ উইকেট পান অফ স্পিনার থিকসেনা। ইশান মালিঙ্গাও পান ৩৫ রানে ৩ উইকেট। টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলংকা পায় দারুণ শুরু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে