রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

পিএসএলে দল পেলেন নাহিদ রানা

ক্রীড়া ডেস্ক
  ১৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
পিএসএলে দল পেলেন নাহিদ রানা
পিএসএলে দল পেলেন নাহিদ রানা

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের তরুণ পেস সেনসেশন নাহিদ রানা। ড্রাফট থেকে গোল্ড ক্যাটাগরিতে থাকা এই পেসারকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। সোমবার পিএসএলের ড্রাফটে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে নাহিদই কেবল দল পেয়েছেন। ডানহাতি এই পেসারের গোল্ড ক্যাটাগরিতে মূল্য ৫০ হাজার ডলার। এবার পিএসএল শুরু হবে ৮ এপ্রিল, শেষ হবে ১৯ মে।

গত অগাস্টে পাকিস্তান সফরে টেস্ট সিরিজে গতি দিয়ে নজর কাড়েন নাহিদ। ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করে তাক লাগিয়ে দেন। ওই সিরিজ স্বাগতিকদের ২-০ ব্যবধানে হারায় বাংলাদেশ দল।

এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নাহিদ আলাদা করে নজর কাড়তে থাকেন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও দেখা যায় তার ঝলক। চলমান বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে গতির ঝড় তুলছেন নাহিদ। পিএসএলে তার দল পাওয়াটা তাই অনুমিতই ছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে