দিনাজপুরের পার্বতীপুর উপজেলার যশাই মোড় খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ৮ দলের মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা হয়েছে। খেলায় সৈয়দপুর কোচিং সেন্টার বনাম শেরপুর ফুটবল একাডেমি বগুড়া অংশগ্রহণ করে। খেলাটিতে ১-০ গোলে সৈয়দপুর কোচিং সেন্টারকে পরাজিত করে শেরপুর ফুটবল একাডেমি বগুড়া জয়ী হয়। সোমবার বিকালে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাই মোড়ে খেলাটি অনুষ্ঠিত হয়।
সমাজ সেবক আজহার আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার সরদার হামিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের মানিক মুকুল প্রমুখ। খেলায় ধারাভাষ্য প্রদান করেন পার্বতীপুরের কৃতি সন্তান ও স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান। খেলায় প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন সাবেদুল ইসলাম। সহকারী ছিলেন মোস্তাফিজুর রহমান মোস্তা ও মতিউর রহমান মতি।