স্প্যানিশ সুপারকাপের ফাইনালটা বেশ ভালোই গিয়েছে বার্সেলোনার জন্য। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে রীতিমতো উড়িয়েই দিয়েছে ৫-২ গোলের বড় জয়ে। সঙ্গে পেয়েছে হ্যান্সি ফ্লিক যুগের প্রথম শিরোপার দেখা। তবে এই ম্যাচেই একটা বড়সড় দুঃসংবাদও আছে বার্সেলোনার জন্য। দলের রক্ষণভাগের বড় ভরসা ইনিগো মার্টিনেজও পড়েছেন ইনজুরির কবলে।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালে ছিলেন শুরুর একাদশে। ২৯ মিনিটেই যদিও মাঠ ছাড়তে হয় অস্বস্তির কারণে। স্প্যানিশ সংবাদমাধ্যম এসএ-এর প্রতিবেদন অনুযায়ী, ৩৩ বছর বয়সি এই ফুটবলারের ডান পায়ের ফিমোরাল বাইসেপসে পেশিতে চিড় ধরেছে তার। যার কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে স্প্যানিশ এই ডিফেন্ডারকে।