সিলেট পর্ব শেষে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হওয়ার অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। এবারের আসরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৬ থেকে ২৩ জানুয়ারি হবে ১২টি ম্যাচ হবে (বিপিএল ফিক্শচার)।
গত ৩০ ডিসেম্বর পর্দা উঠেছিল বিপিএলের একাদশ আসরের। ঢাকার প্রথম পর্ব শেষে সিলেটের খেলাও শেষ। দুই পর্বে ২০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের পর আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রম্নয়ারি হবে লিগ পর্বের শেষ ১০টি ম্যাচ। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ৩ ফেব্রম্নয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ৫ ফেব্রম্নয়ারি আর ফাইনাল ৭ ফেব্রম্নয়ারি।