বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার ও পুরুষ দলের কোচ হাভিয়ের কাবরেরাকে রেখে দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জরুরি কমিটির অনলাইন সভা হয়েছে, ইংল্যান্ড থেকে এতে যোগ দেন সভাপতি তাবিথ আউয়াল। এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
সভাপতি, সিনিয়র সহসভাপতি ও চার সহসভাপতি নিয়ে গঠিত বাফুফের জরুরি কমিটির ওই সভা শেষে বাফুফের এক সহসভাপতি নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যমকে বলেছেন, 'গতকাল (বুধবার) অনলাইনে জরুরি সভা হয়েছে। সেখানে নারী দলের কোচ পিটার বাটলারকে এক বছর আর ছেলেদের জন্য হাভিয়ের কাবরেরাকে আগামী বছরের মার্চ পর্যন্ত রাখার সিদ্ধান্ত হয়েছে। দুই-এক দিনের মধ্যে হয়তো সাধারণ সম্পাদক আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।'
বাটলারের চুক্তি আগামী বছর মধ্য জানুয়ারি পর্যন্ত থাকবে। ২০২৬ সালের মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ পর্যন্ত থাকছেন কাবরেরা। তাদের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে কয়েক দিনের মধ্যে। তারপর নির্বাহী কমিটির অনুমোদন সাপেক্ষে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।