শিরোপা দৌড় থেকে বিদায়ের শঙ্কা এবং আরেকটি থেকে ছিটকে যাওয়ার পর জয়ের পথে ফিরল আর্সেনাল। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে জিতল মিকেল আর্তেতার দল। এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা। সন হিউং-মিনের গোলে পিছিয়ে পড়ার পর প্রতিপক্ষের আত্মঘাতী গোলে সমতায় ফেরে আর্সেনাল। এরপর ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড।
এবারের লিগে আর্সেনালের এটা দ্বাদশ জয়। সঙ্গে সাতটি ড্রয়ে ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিরল তারা। তিনে নেমে যাওয়া নটিংহ্যাম ফরেস্টের পয়েন্ট ৪১। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ২১ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে টটেনহ্যাম।
গত ১ জানুয়ারি ব্রেন্টফোর্ডকে হারিয়ে বছরের শুরুটা দারুণ করে আর্সেনাল। কিন্তু এরপর ব্যর্থতা যেন জেঁকে ধরে তাদের; আট দিনে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনটি ম্যাচ খেলে জিততে পারেনি একটিও। লিগ কাপে সেমিফাইনালের প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে হেরেছে তারা, আর গত রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টাইব্রেকারে হেরে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে দলটি। দারুণ পারফরম্যান্সে ব্যর্থতার জাল এবার ছিঁড়তে পারল আর্সেনাল।