'এসো দেশ বদলাই পৃথিবী বদলাই' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারুণ্যের উৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে সেপাক-টাকরো খেলোয়ারদের একটি বর্ণাঢ্যর্ যালী বের হয়।র্ যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হাইস্কুল মাঠে সেপাক-টাকরো প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়।
ছয় উপজেলার খেলোয়ারদের উপস্থিতিতে সেপাক-টাকরো প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ সেপাক-টাকরো ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক ঢালী। এসময় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান ও জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ সেপাক-টাকরো ফেডারেশনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসক, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের সহযোগীতায় অনুষ্ঠিত খেলায় ছয় উপজেলার ৬টি বালক ও ছয়টি বালিকা দল অংশ গ্রহন করে। বিকেলে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।