রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

নেইমার-মেসির সম্পর্কে 'হিংসায়' জ্বলতেন এমবাপে!

ক্রীড়া ডেস্ক
  ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
নেইমার-মেসির সম্পর্কে 'হিংসায়' জ্বলতেন এমবাপে!

প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) নেইমার ও কিলিয়ান এমবাপের জুটি শুরুতে বেশ সাফল্য পেয়েছিল। কয়েক বছর যেতেই এই দুজনের সম্পর্কের অবনতি ঘটে। কেউ কাউকে পাস দেন না, আবার পেনাল্টি নিতে গেলেও দুজনের মধ্যে শুরু হয় মন কষাকষি। এই রেষারেষি শুরু হয়েছিল লিওনেল মেসি প্যারিসে পা রাখার পর। নেইমার জানালেন, আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে তার দারুণ সম্পর্কে হিংসায় জ্বলছিলেন এমবাপে!

২০২১ সালে মেসি বার্সেলোনা থেকে পিএসজিতে আসার পর। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে খেলার কারণে নেইমার ও মেসির সম্পর্ক আগে থেকেই ছিল। পুরানো বন্ধুত্ব আরও গাঢ় হতে থাকে পিএসজির ড্রেসিংরুমে। আর তা দেখে হিংসায় জ্বলতেন ফরাসি ফরোয়ার্ড!

নেইমার বললেন, 'একসঙ্গে আমরা দারুণ কয়েকটি বছর কাটিয়েছি। কিন্তু তারপর মেসি যখন আসলো, আমার মনে হয় সে হিংসা করতে শুরু করলো। আমাকে সে কারও সঙ্গে ভাগাভাগি করতে দিতে চাইতো না। তারপর শুরু হলো লড়াই, আচরণ গেলো বদলে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে