রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

মেসিকে ছাড়া কষ্টের জয় মায়ামির

ক্রীড়া ডেস্ক
  ০৮ মার্চ ২০২৫, ০০:০০
মেসিকে ছাড়া কষ্টের জয় মায়ামির
মেসিকে ছাড়া কষ্টের জয় মায়ামির

ক্লান্তি যেন ভর না করে, সেজন্য লিওনেল মেসিকে আবারও বিশ্রাম দেওয়া হলো। তার অনুপস্থিতিতে তাদেও আলেন্দে বড় ছাপ রাখলেন। বৃহস্পতিবার রাতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে আর্জেন্টাইনকে ছাড়া ২-০ গোলে ইন্টার মায়ামি হারিয়েছে জ্যামাইকান প্রিমিয়ার লিগ দল ক্যাভালিয়ারকে।

লোড ম্যানেজমেন্টের কারণে এই ম্যাচে খেলানো হয়নি মেসিকে। তবুও দুই লেগের খেলার প্রথমটি জিতেছে তারা। অবশ্য সন্তোষজনক পারফরম্যান্স তারা দেখাতে পারেনি। দুই দল গোলশূন্য থেকে হাফটাইমের বিরতিতে যায়। তবে তারা যে কেউ প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করেনি, সেটা নয়। মাঝামাঝি সময়ে ক্যাভালিয়ারের একটি ডিফ্লেক্টেড শট পোস্টে আঘাত করে। স্টপেজ টাইমে তারা জালও খুঁজে পেয়েছিল। কিন্তু লম্বা সময় রিভিউয়ের পর ভিএআরে গোল বিল্ডআপের সময় সূক্ষ্ণ অফসাইডের কারণে তা বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে কয়েক মিনিটের মাথায় মায়ামি বড় ধাক্কা খায় তাদের ডিফেন্ডার ম্যাক্সি ফ্যালকন পায়ের চোট নিয়ে মাঠ ছাড়লে। ৬১তম মিনিটে প্রাণ ফিরে পায় হেরনরা, ম্যাচে প্রথমবার লক্ষ্যে শট নিতে পারে তারা। বক্সের মধ্যে অগোছালো পরিস্থিতির সুযোগ নিয়ে আলেন্দে গোলের দেখা পান। দুইবারের চেষ্টা গোললাইন থেকে ফিরে আসার পর তিনি জাল কাঁপান।

নির্ধারিত সময় শেষ হওয়ার ৮ মিনিট আগে লুইস সুয়ারেজ ব্যবধান দ্বিগুণ করেন। রক্ষণের ভুলে দ্বিতীয় গোল হজম করে ক্যাভালিয়ার। দুই দল দ্বিতীয় লেগের খেলায় ফিরবে আগামী বৃহস্পতিবার। জ্যামাইকার কিংসটনে জাতীয় স্টেডিয়ামে ওই ম্যাচ শেষে এগিয়ে থাকা দল যাবে কোয়ার্টার ফাইনালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে