শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

তামিমের সেঞ্চুরিতে উড়ে গেল পারটেক্স

ক্রীড়া প্রতিবেদক
  ১০ মার্চ ২০২৫, ০০:০০
তামিমের সেঞ্চুরিতে উড়ে গেল পারটেক্স
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে রোববার পারটেক্সের বিপক্ষে সেঞ্চুরি করে ম্যাচসেরার পুরস্কার নেন তামিম ইকবাল -ওয়েবসাইট

প্রথম ম্যাচে নবীন দল গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছিল মোহামেডানের ঢাকা লিগের চলতি মৌসুম। ওই হারের পর ঐতিহ্যবাহী ক্লাবটি একেবারেই বদলে গেছে। দ্বিতীয় রাউন্ডে রূপগঞ্জ ক্রিকেট ক্লাবরে বিপক্ষে জয়ের পর রোববার পারটেক্স স্পোটিং ক্লাবকেও উড়িয়ে দিয়েছে তারা। এদিন আগে ব্যাটিং করে পারটেক্স ২১৮ রান করে। জবাবে তামিম ইকবালের সেঞ্চুরিতে ৫৮ বল আগেই ৭ উইকেটের জয় নিশ্চিত করেছে মোহামেডান।

বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাটিং নেয় পারটেক্স। তরুণ ব্যাটার আহরার আমিন পায়েলের ৭৮ রানে ভর করে পারটেক্স ২১৮ রানের স্কোর গড়ে। জবাবে শুরুতেই ওপেনার রনি তালুকদারকে হারায় মোহামেডান। তিন নম্বরে নেমে মাহিদুল ইসলাম অঙ্কনও সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। তবে তৃতীয় উইকেটে তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে তামিম ৬৫ রানের জুটি গড়ে পরিস্থিতি সামলেছেন। তাওহিদ ৪৩ বলে ৩৭ রান করে আউট হলে ভাঙে জুটি।

এরপর মুশফিককে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ১২২ রানের জুটি গড়ে জয় তুলে নেন তামিম। তার আগে লিস্টুএ ক্রিকেটে নিজের ২৩তম সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি এই ওপেনার। ১১২ বলে ১১ চার ও ৫ ছক্কায় তামিম ১২৫ রানের ইনিংসটি সাজান। মুশফিক ৪৪ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন। মোহামেডান ৪০.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে। পারটেক্সের বোলারদের মধ্যে জাওয়াদ রোহান, মোহর শেখ ও এনামুল হক জুনিয়র প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারে খারাপ হয়নি পারটেক্সের। দুই ওপেনার মিলে ৫৩ রান যোগ করেছেন। রুবেল মিয়া ২৬ বলে ২৪ রান করে আউট হলে ভাঙে ওপেনিং জুটি। আরেক ওপেনারও বেশিদূর এগুতে পারেননি। ৫৬ বলে ৩৮ রান করে সাজঘরে ফেরেন জয়রাজ শেখ। ৯০ রান ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে আহরার আমিন পায়েন ও জায়দা রোহান মিলে ৮২ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙলে ধস নামে পারটেক্সের ব্যাটিং অর্ডারে। জাওয়াদের ৪২ ও আহরারের ৭৮ রানের ইনিংসে ভর করে পারটেক্স ৪৬.৩ ওভারে ২১৮ রানের স্কোর গড়ে।

মূলত মোহামেডানের দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাসুম আহমেদ পারটেক্সের ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙেছেন। তাইজুল চারটি ও নাসুম তিনটি উইকেট নেন। এছাড়া সাইফউদ্দিন দুটি এবং আবু হায়দার রনি নেন একটি উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে